ব্যাঙ্কের জন্য লাগু হতে চলেছে নতুন নিয়ম, দেখে নিন আপনার অ্যাকাউন্টের টাকার কী হবে?

Last Updated:

আরবিআই-এর পর্যবেক্ষণে না থাকার কারণেই মহারাষ্ট্রের PMC ব্যাঙ্কে এত বড় ঘোটালা হয় বলে মনে করা হচ্ছে ৷

#নয়াদিল্লি: বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের সরাসরি পর্যবেক্ষণে থাকে না সরকারি কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি ৷ তবে ২৪ জুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হওয়া ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে থাকবে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি ৷ প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, scheduled ব্যাঙ্কগুলিকে যেভাবে রিজার্ভ ব্যাঙ্ক রেগুলেট করে থাকে এবার থেকে কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরও একই ভাবে নজর রাখা হবে ৷ দেশে ১৪৮২ Urban Cooperative bank ও ৫৮ টি Multi State Cooperative ব্যাঙ্ক রয়েছে ৷ এবার এই ১৫৪০ টি সহকারি ব্যাঙ্ক আরবিআই-এর রেগুলেশনে চলে এসেছে ৷
আরবিআই-এর পর্যবেক্ষণে না থাকার কারণেই মহারাষ্ট্রের PMC ব্যাঙ্কে এত বড় দুর্নীতি হয় বলে মনে করা হচ্ছে ৷ এতদিন পর্যন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের দায়িত্ব দেওয়া হয়েছিল RBI এর কোঅপারেটিভ সুপারভাইজারি টিমকে ৷ কিন্তু সাধারণত কোঅপারেটিভ ব্যাঙ্ক ছোট অঙ্কের লোন দিয়ে থাকে ৷ এর জেরে এই সেকশন কম সক্রিয় থাকে ৷ ফলে একাধিকবার দুর্নীতির কথা জানতেই পাওয়া যায় না ৷ ছোট কোঅপারেটিভ ব্যাঙ্কের অডিট ১৮ মাসে একবার হয়ে থাকে ৷ কিন্তু PMC-এর মতো বড় ব্যাঙ্কের অডিট বছরে একবার হয়ে থাকে ৷
advertisement
বিশেষজ্ঞদের মতে এর জেরে গ্রাহকদের সুবিধা হতে চলেছে ৷ এবার কোনও ব্যাঙ্ক ডিফল্ট করলে ব্যাঙ্কে জমা গ্রাহকদের ৫ লক্ষ পর্যন্ত টাকা সুরক্ষিত থাকবে ৷ কারণ পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী এই টাকার অঙ্ক ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছেন ৷ অর্থাৎ, কোনও ব্যাঙ্ক ডুবে গেলে গ্রাহকদের যত টাকাই জমা থাক, তাঁরা ৫ লক্ষের বেশি টাকা পাবেন না ৷ একই ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চের টাকা ও সুদ মিলিয়ে মাত্র ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷
advertisement
advertisement
কোঅপারেটিভ ব্যাঙ্ক আরবিআই-এর পর্যবেক্ষণে আসলে সুবিধা হবে গ্রাহকদের ৷ প্রথমত, তাঁরা নিশ্চিত থাকতে পারবে যে তাঁদের টাকা সুরক্ষিত রয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করবে এই ব্যাঙ্কের টাকা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের অধিনে থাকায় তার নিয়ম মেনে চলতে হবে ৷ পাশাপাশি এই ব্যাঙ্কগুলিকেও তাদের কিছু টাকা রির্জাভ ব্যাঙ্কের কাছে রাখতে হবে ৷ এর জেরে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে ৷ সরকারের এই সিদ্ধান্তে দেশের নাগরিকদের কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর বিশ্বাস আরও বাড়বে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কের জন্য লাগু হতে চলেছে নতুন নিয়ম, দেখে নিন আপনার অ্যাকাউন্টের টাকার কী হবে?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement