নয়াদিল্লি : ফের সস্তা হল ভোজ্যতেল। রেকর্ড আমদানির কারণে দাম কমেছে সর্ষে-সহ রান্নার তেলের। সূত্রের খবর, ভোজ্য তেলের রেকর্ড আমদানির কারণে স্থানীয় তেল-তৈলবীজ বাজারে আতঙ্ক তৈরি হওয়ার মধ্যেই শনিবার দিল্লির বাজারে বেশিরভাগ ভোজ্য তেলের দাম কমেছে। সর্ষে, সয়াবিন, তৈলবীজ, অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং পামোলিন এবং তুলা তেলের দাম কমেছে। চিনাবাদাম তেল এবং তৈলবীজের দাম অপরিবর্তিত আছে।
বাজার সূত্র জানায়, গত বছরের মার্চে শেষ পাঁচ মাসে ৫৭,৯৫,৭২৮ টন ভোজ্য তেল আমদানি করা হয়েছিল, যেখানে চলতি বছরের মার্চে শেষ পাঁচ মাসে তা ২২ শতাংশ বেড়ে ৭০,৬০,১৯৩ টন হয়েছে। এর বাইরে ২৪ লাখ টন ভোজ্য তেলের চালান এখনও আসেনি।
আরও পড়ুন: বাম্পার সুযোগ! ৫ টাকার নোট দিলেই মিলবে ২০ লাখ টাকা! কী ভাবে? দেখে নিন 'সঠিক' নিয়ম...
এভাবে ব্যাপক আমদানি ও পাইপ লাইনে মজুদ থাকায় সর্ষের মতো স্থানীয় তেলবীজ বাজারে গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যা ভোজ্যতেলের দাম কমার প্রধান কারণ।
সর্ষের তেলের দামে ব্যাপক পতনসূত্রের মতে, গত সপ্তাহে সর্ষের পাইকারি দাম ২৫০ টাকা কমেছে এবং আগের সপ্তাহের তুলনায় প্রতি কুইন্টাল ৫,১০৫-৫,২০০ টাকায় বন্ধ হয়েছে। সপ্তাহান্তে, সর্ষে দাদরি তেল ৬০০ টাকা কমে ৯,৯৮০ টাকা প্রতি কুইন্টালে বন্ধ হয়েছে। সর্ষে পাক্কি ঘানি তেলের দাম ৮০ টাকা কমে যথাক্রমে ১,৫৯৫-১,৭১৫ টাকা প্রতি টিন (১৫ কেজি) হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।