নিউ দিল্লি: থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যে বিশেষ কার্যক্রম চালু করেছে কোল ইন্ডিয়া লিমিটেড। Thalassemia Bal Sewa Yojana তৃতীয় পর্যায় চালু করেছে চলতি বছরের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে। এই প্রকল্পের পিছনে ব্যয়ের পরিমাণ ৩০ কোটি টাকা। এই প্রকল্পে থ্যালাসেমিয়া আক্রান্ত ৩০০ শিশুকে সাহায্য করা হবে।
মহারত্ন কোম্পানি কোল ইন্ডিয়ার একটি ফ্ল্যাগশিপ সিএসআর প্রকল্পের Thalassemia Bal Sewa Yojana-র সুবিধা পেতে অনলাইন আবেদন করার জন্য একটি ওয়েব পোর্টালও চালু করেছে।কোল ইন্ডিয়া ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এবং এমইউডি আক্রান্ত প্রতিটি রোগীর জন্য ১০ লাখ টাকা স্কিমের সুবিধা মিলবে।
কোল ইন্ডিয়া লিমিটেড হল প্রথম সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যা থ্যালাসেমিয়া এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আক্রান্ত শিশুদের চিকিত্সার জন্য CSR তহবিল ব্যবহার করেছে। মোট প্রকল্প ব্যয় ৭০ কোটি টাকা। Thalassemia Bal Sewa Yojana-র প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৪০ কোটি টাকার প্রকল্প ব্যয়ে ৩৫৬টি BMT উপকৃত হয়েছে।
আরও পড়ুন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল নয়া বেঞ্চ! পুরদুর্নীতি তদন্তে সেই CBI
আরও পড়়ুন, ১৭ দিনে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি অতিক্রম, জনসংযোগ যাত্রায় নজির অভিষেকের
কোল ইন্ডিয়া ২০১৭ সালের মার্চ মাসে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের গাইডিং কাঠামোর মধ্যে একটি CSR উদ্যোগ হিসাবে Thalassemia Bal Sewa Yojana-র প্রথম ধাপ চালু করেছিল। এই স্কিমের দ্বিতীয় ধাপটি ২০২০ সালের অক্টোবরে চালু করা হয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coal India