নয়াদিল্লি: দর্শকের আস্থায় রেকর্ড সৃষ্টি করল CNN-News18। সমস্ত শ্রেণির দর্শকের আস্থার প্রতিফলনেই জানুয়ারির তৃতীয় সপ্তাহে বাজারের ৪২.৭ শতাংশ শেয়ার দখল করে ফেলেছে CNN-News18, যা নিকটতম প্রতিযোগী রিপাবলিক টিভি এবং টাইমস নাও-এর সম্মিলিত বাজার শেয়ারের চেয়েও বেশি।
ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-এর পরিসংখ্যান বলছে, এই একই সময়ে রিপাবলিক টিভি ২৩.৪ শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে। অন্য দিকে, টাইমস নাও-এর কাছে রয়েছে ১৮.৩ শতাংশ শেয়ার। মিরর নাও ১১.১ শতাংশ এবং ইন্ডিয়া টুডে টেলিভিশন ৪.৪ শতাংশ অর্জন করতে সক্ষম হয়েছে।
CNN-News18 beats all its competitors to remain on the top slot for 40th week!
Keep watching #News18 - your only destination for news#CNNNews18 #CNNNews18Number1 pic.twitter.com/fMgUL2hDDj — News18 (@CNNnews18) January 27, 2023
CNN-News18 মার্কেট শেয়ারে নেতৃত্ব দিচ্ছে। সংস্থা কর্তৃপক্ষের দাবি, আসলে এই থেকেই প্রমাণ হয় যে দর্শক-শ্রোতারা নিত্য কোন্দলের চেয়ে খবর দেখতেই বেশি পছন্দ করেন। চ্যানেলের নিরপেক্ষ প্রতিবেদন এবং সমস্ত দৃষ্টিভঙ্গির খবর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সংবাদ সম্প্রচার ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করে ফেলেছে।
আরও পড়ুন- বাবা ফোন হারাতেই মেয়ের জীবনে এল প্রেম! ভাইরাল চুম্বনের ঘটনায় নতুন তথ্য
গত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে চ্যানেলটির দর্শক সংখ্যা। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা খবরের উপর লক্ষ্য স্থির রেখে কাজ করার কারণেই এই জনপ্রিয়তা বলে মনে করছেন কর্তৃপক্ষ।
This week @CNNnews18 is more than its two nearest rivals put together.
Wouldn't have been possible without the support of each one of our loyal viewers. Thank you 🙏 Quality matters. Content wins. 👏📺 pic.twitter.com/slgJzOLMdg — Zakka Jacob (@Zakka_Jacob) January 27, 2023
CNN-News18-এর ম্যানেজিং এডিটর এ বিষয়ে একটি ট্যুইট করে দর্শকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘আমাদের বিশ্বস্ত দর্শকদের প্রত্যেকের সমর্থন ছাড়া এটা সম্ভব হতে পারত না। ধন্যবাদ…৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CNN-News18 Town Hall, Network18, News18