সুখবর! দীপাবলির আগে এই সরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে চলে আসবে ৬৮,৫০০ টাকা

Last Updated:

সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড শুক্রবার তাদের নন-এক্সিকিউটিভ কর্মচারীদের (Non-Executive Employees) বড় ঘোষণা করেছে ৷ কোল ইন্ডিয়া এই কর্মচারীদের জন্য আর্থিক বছর ২০১৯-২০-র জন্য পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড (PRL) হিসেবে প্রতি কর্মচারীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে ৷ এর জেরে সংস্থার প্রায় মোট ১৭০০ কোটি টাকার খরচ বাড়বে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷
কোল ইন্ডিয়ার PRL থেকে প্রায় ২.৬২ লক্ষ কর্মচারী লাভবান হতে চলেছেন ৷ এর মধ্যে কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি সংস্থার কর্মীরাও সামিল রয়েছেন ৷ করোনা ভাইরাস মহামারীর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সত্ত্বেও কর্মচারীদের পিআরএল ৫.৮৭ শতাংশ অর্থাৎ ৩৮০০ টাকা বাড়িয়ে ৬৮,৫০০ টাকা করার ঘোষণা করেছে ৷ এই টাকা কেবল সেই নন এক্সিকিউটিভ কর্মীরা পাবেন, যাঁরা এই আর্থিক বছরে ৩০ ওয়ার্কিং ডে পুরো কাজ করেছেন ৷
advertisement
বৃহস্পতিবার হওয়া বৈঠকে কোল ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেপ্টেম্বর মাসে কোল ইন্ডিয়া লিমিটেডের আউটপুট ও সাপ্লাইয়ে প্রায় ৩২ শতাংশের গ্রোথ দেখা গিয়েছিল ৷ চলতি মাসেও সংস্থার গ্রোথ একই রয়েছে ৷ উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা আরও উৎসাহিত হবেন ৷ অনেকেই বলছেন, এতে তাঁদের পারফরম্যান্স আরও ভাল হবে ৷ প্রসঙ্গত, দেশের প্রায় ৮০ শতাংশ কয়লা কোল ইন্ডিয়া থেকেই আসে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! দীপাবলির আগে এই সরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে চলে আসবে ৬৮,৫০০ টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement