সুখবর! দীপাবলির আগে এই সরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে চলে আসবে ৬৮,৫০০ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷
#নয়াদিল্লি: সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড শুক্রবার তাদের নন-এক্সিকিউটিভ কর্মচারীদের (Non-Executive Employees) বড় ঘোষণা করেছে ৷ কোল ইন্ডিয়া এই কর্মচারীদের জন্য আর্থিক বছর ২০১৯-২০-র জন্য পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড (PRL) হিসেবে প্রতি কর্মচারীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে ৷ এর জেরে সংস্থার প্রায় মোট ১৭০০ কোটি টাকার খরচ বাড়বে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷
কোল ইন্ডিয়ার PRL থেকে প্রায় ২.৬২ লক্ষ কর্মচারী লাভবান হতে চলেছেন ৷ এর মধ্যে কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি সংস্থার কর্মীরাও সামিল রয়েছেন ৷ করোনা ভাইরাস মহামারীর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সত্ত্বেও কর্মচারীদের পিআরএল ৫.৮৭ শতাংশ অর্থাৎ ৩৮০০ টাকা বাড়িয়ে ৬৮,৫০০ টাকা করার ঘোষণা করেছে ৷ এই টাকা কেবল সেই নন এক্সিকিউটিভ কর্মীরা পাবেন, যাঁরা এই আর্থিক বছরে ৩০ ওয়ার্কিং ডে পুরো কাজ করেছেন ৷
advertisement
বৃহস্পতিবার হওয়া বৈঠকে কোল ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেপ্টেম্বর মাসে কোল ইন্ডিয়া লিমিটেডের আউটপুট ও সাপ্লাইয়ে প্রায় ৩২ শতাংশের গ্রোথ দেখা গিয়েছিল ৷ চলতি মাসেও সংস্থার গ্রোথ একই রয়েছে ৷ উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা আরও উৎসাহিত হবেন ৷ অনেকেই বলছেন, এতে তাঁদের পারফরম্যান্স আরও ভাল হবে ৷ প্রসঙ্গত, দেশের প্রায় ৮০ শতাংশ কয়লা কোল ইন্ডিয়া থেকেই আসে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2020 8:06 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! দীপাবলির আগে এই সরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে চলে আসবে ৬৮,৫০০ টাকা