এবার থেকে আর চলবে না এই ব্যাঙ্কগুলির চেক

Last Updated:

চেক বুকের জন্য গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম বা ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করতে পারবেন গ্রাহকরা ৷

#নয়াদিল্লি: আপনি যদি এসবিআই-এর পাঁচটি সহযোগী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে অবশ্যই এটাই জেনে রাখুন ৷ এসবিআই তাদের পাঁচ সহযোগী ব্যাঙ্ক ও মহিলা ব্যাঙ্কের গ্রাহকদের আবেদন জানিয়েছে যে যদি তারা এসবিআই ব্যাঙ্কের চেক বুকের জন্য আবেদন না করে থাকে তাহলে যেন শীঘ্রই তা করে ফেলে ৷ কারণ পুরনো চেক বুক ও IFSC কোড ৩০ সেপ্টম্বরের পর বাতিল হয়ে যাবে ৷
চেক বুকের জন্য গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম বা ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করতে পারবেন গ্রাহকরা ৷ পয়লা এপ্রিল ২০১৭ থেকে স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ মহিশূর এবং স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ৷ এছাড়া মহিলা ব্যাঙ্কও মার্জ করে দেওয়া হয়েছে ৷
advertisement
এই সংযুক্তিকরণের জেরে এসবিআইয়ের মূলধন বৃদ্ধি পাবে। গ্রাহক সংখ্যা হয়ে যাবে প্রায় ৫০ কোটির বেশি ৷ ব্রাঙ্চের সংখ্যা বেড়ে হতে চলেছে ২২,০০০ ও এটিএম ৫৮,০০০৷
advertisement
৩৬টি দেশে ১৯১টি অফিস-সহ এসবিআই-য়ের ১৬,৫০০ টি ব্রাঞ্চ রয়েছে ৷ ২০০৮ সালে প্রথম স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র ও পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডোর মিশে যায় এসবিআই-য়ের সঙ্গে ৷ সংযুক্তিকরণ হলে বিশ্বে সম্পদের হিসেবে ৪৫তম ব্যাঙ্ক হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার থেকে আর চলবে না এই ব্যাঙ্কগুলির চেক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement