ITR চেকলিস্ট: আয়কর রিটার্ন দাখিল করার আগে এইগুলো করছেন তো? মিলিয়ে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আয়কর রিটার্ন দাখিল করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত। দেখে নেওয়া যাক সেগুলো।
কলকাতা: আয়কর রিটার্ন একটি ফর্ম। এতে চাকরিজীবী এবং ব্যবসায়ীরা বার্ষিক আয়-ব্যয়ের হিসেব দেন। করদাতার ধরন এবং ফাইল করার পদ্ধতির উপর নির্ভর করে আইটিআর ফাইল করার শেষ তারিখ পরিবর্তিত হয়।
জরিমানা এবং অন্যান্য আইনি পরিণতি এড়াতে নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, সঠিক এবং সময়মত আয়কর রিটার্ন দাখিলের জন্য একজন কর পেশাদারের সহায়তা নেওয়া বা ট্যাক্স ফাইলিং সফটওয়্যার ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়।
আয়কর রিটার্নের মাধ্যমেই সরকার কোনও ব্যক্তির আয় ট্র্যাক করতে পারে। পাশাপাশি কেউ ন্যায্যভাবে তার কর দিচ্ছে কি না সেটাও নিশ্চিত করে। নাগরিকদের দেওয়া আয়কর থেকেই দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ করে সরকার। আয়কর রিটার্ন দাখিল করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
advertisement
সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ - আয়, বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কিত সমস্ত নথি হাতে রাখতে হবে। যেমন ফর্ম ১৬, বেতন স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টিডিএস শংসাপত্র, বিনিয়োগের প্রমাণ এবং বিল।
আয়ের উৎস নির্ধারণ - কোথা থেকে আয় করছেন বা আয়ের উৎসগুলো অবশ্যই জানাতে হবে। যেমন বেতন, ব্যবসায়িক আয়, মূলধন লাভ বা অন্যান্য উৎস থেকে আয়।
advertisement
সঠিক আইটিআর ফর্ম বাছাই - আয় এবং আয়ের উৎসের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীর করদাতাদের জন্য বিভিন্ন আইটিআর ফর্ম রয়েছে। এর মধ্যে থেকে নিজের জন্য প্রযোজ্য সঠিক আইটিআর ফর্মটি বেছে নিতে হবে।
টিডিএস-এর বিশদ যাচাই - আয় থেকে সঠিক পরিমাণ কেটে নেওয়া হয়েছে এবং সরকারের কাছে জমা করা হয়েছে তা নিশ্চিত করতে টিডিএস-এর বিবরণ যাচাই করে নেওয়া উচিত।
advertisement
সব ক্ষেত্র থেকে ডিডাকশন দাবি - নিশ্চিত করতে হবে আয়কর আইনের বিভিন্ন ধারা যেমন ধারা ৮০ সি, ৮০ ডি, ৮০ জি ইত্যাদির আওতায় উপলব্ধ সমস্ত ছাড় দাবি করা হয়েছে।
ট্যাক্স লায়াবিলিটি গণনা: মোট আয় থেকে সমস্ত ডিডাকশনের পর কর লায়াবিলিটি গণনা করতে হবে।
আইটিআর যাচাই: আইটিআর ফাইল করার পরে এটি আধার ওটিপি, নেট ব্যাঙ্কিং ব্যবহার করে যাচাই করতে হবে বা আয়কর বিভাগে একটি স্বাক্ষরিত আইটিআর-ভি ফর্ম পাঠিয়ে দেখে নিতে হবে। মাথায় রাখতে হবে, আইটিআর প্রক্রিয়াকরণের জন্য যাচাইকরণ বাধ্যতামূলক।
advertisement
ফাইল করা আইটিআর-এর কপি রাখতে হবে: রিটার্ন দাখিল করার প্রমাণ হিসেবে ফাইল করা আইটিআরের একটি কপি রাখা গুরুত্বপূর্ণ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR চেকলিস্ট: আয়কর রিটার্ন দাখিল করার আগে এইগুলো করছেন তো? মিলিয়ে নিন!