২১ বছর বয়সেই ৬৩ লাখ টাকার মালিক
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার হার ৭.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।
এর ফলে দীর্ঘ মেয়াদে আরও ভাল রিটার্নের আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা।
প্রায় ১৫ বছর মেয়াদে টাকা রাখা হয় এখানে ৷
মেয়ের বয়স ১৪ বছর থেকে ১৮ বছর পর্যন্ত ম্যাচিউরিটির ৫০ শতাংশ টাকা তুলতে পারেন।
বাকি ৫০ শতাংশ টাকা তোলা যায় ২১ বছর বয়সে। আবার ১৮ বছর বয়সে ম্যাচিউরিটির ৫০ শতাংশ না তুলে ২১ বছর বয়সে পুরো টাকা একসঙ্গে তোলা যায়।
১২ কিস্তিতে প্রতি মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগকারী এক আর্থিক বছরে ধারা ৮০সি-র অধীনে ১.৫ লক্ষ টাকা কর ছাড় পেতে পারেন।
আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে একজন বিনিয়োগকারী সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে ১.৫ লক্ষ টাকা করছাড় দাবি করতে পারেন।
অর্জিত সুদ এবং ম্যাচিউরিটির পরিমাণও ১০০ শতাংশ ট্যাক্স মুক্ত।