সুখবর! ৯ অগাস্ট অ্যাকাউন্টে চলে আসবে টাকা, লিস্টে দেখে নিন নিজের নাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই ভাবে চেক করুন লিস্টে আপনার নাম ....
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ (PM Kisan) যোজনার নবম কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে ৷ এক দিনের মধ্যেই নবম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে সরকার ৷ ৯ অগাস্ট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্টার্ড কৃষকদের অ্যাকাউন্টে সরকার ২ হাজার টাকা ট্রান্সফার করতে চলেছে ৷
এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্রীয় সরকার ৷ এখনও পর্যন্ত ৮টি কিস্তির টাকা দেওয়া হয়েছে ৷ এই যোজনায় টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
এই ভাবে চেক করুন লিস্টে আপনার নাম ....
>> প্রথমে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট https://pmkisan.gov.in ভিজিট করতে হবে
advertisement
>> হোমপেজে Farmers Corner এর অপশন দেখা যাবে
advertisement
>> Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে
>> এরপর ড্রপ ডাউন লিস্টে রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
>> এরপর Get Report এ ক্লিক করতে সুবিধাভোগীদের নামের লিস্ট বেরিয়ে আসবে ৷
লিস্টে কাদের নাম রাখা হয়েছে - কৃষকদের আবেদন পত্রে দেওয়ার জমির কাগজপত্র যাচাই করে দেখা হয় ৷ সব কাগজপত্র সঠিক থাকলে সুবিধাভোগীদের লিস্টে কৃষকদের নাম যোগ করা হয় ৷ কিষাণ পোর্টালে কৃষকদের নাম রেজিস্টার করার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৷ লিস্টে নাম থাকলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে টাকা ৷
advertisement
PM kisan Samman Nidhi Yojna কেন্দ্র সরকারের তরফে ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে শুরু করা হয়েছিল ৷ ছোট কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা দেবে সরকারি ৷ প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে চলে আসে, দ্বিতীয় ১ এপ্রিল থেকে ৩১ জুলাই এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর ৷
Location :
First Published :
August 07, 2021 12:27 PM IST