হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
অগাস্ট মাসে বেশ অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ব্যাঙ্কের ছুটির পুরো লিস্ট

Bank Holiday: অগাস্ট মাসে বেশ অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ব্যাঙ্কের ছুটির পুরো লিস্ট

দেখে নিন ছুটির পুরো লিস্ট----

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ব্যাঙ্কের কাজ থাকলে ফেলে রাখবেন না ৷ এর মধ্যেই সেরে নিন ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ ৷ কারণ আগামী মাসে অর্থাৎ অগাস্টে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday in August 2021) ৷ সাধারণত আলাদা আলাদা রাজ্যে উৎসবের জন্য আলাদা আলাদা ছুটি হয় ৷ ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির লিস্ট দেখে নিন ৷

রিজার্ভ ব্যাঙ্কের লিস্ট অনুযায়ী, অগাস্ট মাসে ব্যাঙ্কের মোট ১৫ দিন ছুটি রয়েছে (RBI Bank Holidays List) ৷ প্রত্যেক রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে ৷

দেখে নিন ছুটির পুরো লিস্ট

১ অগাস্ট ২০২১- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৮ অগাস্ট ২০২১- এই দিনও রবিবার

১৩ অগাস্ট ২০২১- Patriots Day হওয়ায় ইম্ফল জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক১৪ অগাস্ট ২০২১- দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক১৫ অগাস্ট ২০২১- রবিবার এবং স্বাধীনতা দিবসের জন্য গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক১৬ অগাস্ট ২০২১- পারসি নববর্ষের জন্য মহারাষ্ট্রের বেলাপুর, মু্ম্বই ও নাগপুর জোনে বন্ধ থাকবে ব্যাঙ্ক১৯ অগাস্ট ২০২১- মহরমের জন্য আগড়তলা, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, হায়দরাবাদ, জয়পুর, জম্মু-কাশ্মীর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা, রায়পুর, রাঁচি ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷২০ অগাস্ট ২০২১- মহরম ও প্রথম ওনাম হওয়ার কারণে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি ও কেরল জোনে ছুটি থাকবে ৷২১ অগাস্ট ২০২১- কোচি ও কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷২২ অগাস্ট ২০২১- রাখিবন্ধন ও রবিবার হওয়ার কারনে বন্ধ ব্যাঙ্ক ৷২৩ অগাস্ট২০২১- এই দিন শ্রী নারায়ণ গুরু জয়ন্তী হওয়ার কারণে কোচি ও কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক২৮ অগাস্ট ২০২১- চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷২৯ অগাস্ট ২০২১- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৩০ অগাস্ট ২০২১- জন্মাষ্ঠমীর জন্য ব্যাঙ্কের ছুটি ৷৩১ অগাস্ট ২০২১ - শ্রী কৃষ্ণ অষ্টমী হওয়ার কারণে হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Bank Holiday List, RBI List Of Bank Holidays