7th pay commission: ৬২ লক্ষ পেনশভোগীদের জন্য সুখবর, পেনশনের টাকা নিয়ে সরকারের সিদ্ধান্ত
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সরকার পেনশনভোগীদের Ease of Living এর তরফে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷
#নয়াদিল্লি: পেনশনভোগীদের (Pensioners) জন্য রয়েছে সুখবর ৷ কেন্দ্র সরকারের পেনশনভোগীদের (Central Government Pensioner) জন্য বড় ঘোষণা করা হয়েছে ৷ কেন্দ্র সরকারের পার্সোনাল বিভাগ পেনশন জারি করে যে ব্যাঙ্কগুলি তাদের নির্দেশ দিয়েছে পেনশনের স্লিপ, এসএমএস ও ইমেলের মাধ্যমে পেনশনভোগীদের পাঠাতে ৷ এর জন্য ব্যাঙ্ক পেনশনভোগীদের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে ৷
কেন্দ্র সরকারের তরফে দেওয়া এই সুবিধা পেতে চলেছেন দেশের ৬২ লক্ষ পেনশনভোগী ৷ Pension Slip এর জন্য এবার আর তাঁদের বিভাগের চক্কর কাটতে হবে না ৷ এবার মোবাইলেই চলে আসবে স্লিপ ৷
সরকার পেনশনভোগীদের Ease of Living এর তরফে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়া টুল যেমন হোয়াটসঅ্যাপও (WhatsApp) এর জন্য ব্যবহার করা হতে পারে ৷
advertisement
advertisement
সরকারের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক পেনশনার্সদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর SMS বা Email এর মাধ্যমে স্লিপ পাঠাতে পারবে ৷
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রত্যেক মাসে পেনশন স্লিপে পেনশনের টাকা ও ট্যাক্স ডিডাকশন দেওয়া থাকতে হবে ৷ কেন্দ্রের তরফে ব্যাঙ্কগুলিকে এই বিষয়টিকে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হিসেবে পূরণ করতে বলা হয়েছে কারণ এর সঙ্গে ইনকাম ট্যাক্স, Dearness Relief, DR arrears এর সঙ্গে যুক্ত রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2021 5:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th pay commission: ৬২ লক্ষ পেনশভোগীদের জন্য সুখবর, পেনশনের টাকা নিয়ে সরকারের সিদ্ধান্ত