7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, DA নিয়ে সামনে এল নতুন তথ্য, দেখে নিন কবে বাড়বে বেতন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জানুয়ারি ২০২১ এ ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা একলাফে ২৮ শতাংশ বাড়তে পারে।
#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ কর্মচারী দীর্ঘ সময় ধরে মহার্ঘ্য ভাতা বা ডিএ-এর জন্য অপেক্ষা করে চলেছেন ৷ তবে এখনই এই অপেক্ষার অবসান হবে বলে মনে হচ্ছে না ৷ আরও কিছুটা সময় ডিএ-র জন্য অপেক্ষা করতে হবে ৷ ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম-এর ফাইন্যান্স মন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট (DoPT) আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা পিছিয়ে গিয়েছে ৷ ডিএ নিয়ে আলোচনা মে মাসের শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আলোচনা হয়নি ৷
ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম-এর তরফে অবশ্য জানানো হয়েছে, বৈঠক এই মাসেই হবে ৷ করোনা ভাইরাসের জেরে নয়াদিল্লিতে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তার জন্যে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতির জেরে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়নি ৷ কেন্দ্র সরকার গত বছরের শুরু থেকে বকেয়া ডিএ-র টাকার তিনটি ইনস্টলমেন্ট চলতি বছরের জুন মাস পর্যন্ত আটকে রেখেছে ৷
advertisement
JCM-এর সেক্রেটারি শিব গোপাল মিশ্রা জানিয়েছেন, বৈঠক চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পেয়ে থাকেন ৷ এবার সেটা ১১ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে এক লাফে বেতন অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ দু’বছরের ডিএ-র লাভ একবারে পেতে চলেছেন কর্মচারীরা ৷ ২০২০ জানুয়ারিতে ৪ শতাংশ বাড়ানো হয়েছিল ডিএ, এর ৬ মাস পর জুন মাসে ৩ শতাংশ বাড়ানো হয় ৷ জানুয়ারি ২০২১ এ ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা একলাফে ২৮ শতাংশ বাড়তে পারে।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2021 3:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, DA নিয়ে সামনে এল নতুন তথ্য, দেখে নিন কবে বাড়বে বেতন