দুর্দান্ত বিক্রিবাটা, রেকর্ড গড়ছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা

Last Updated:

সংস্থাটি মোট ১ লক্ষ ৪০ হাজার ৩৩৭ ইউনিট বিক্রি করেছে, যেখানে গত বছর এই সময়ে ১ লক্ষ ০৮ হাজার ৯৯১ ইউনিট বিক্রিবাটা হয়েছে।

দুর্দান্ত বিক্রিবাটা মারুতির
দুর্দান্ত বিক্রিবাটা মারুতির
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি চলতি বছরে অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে দুর্দান্ত সেল করেছে। এই কোম্পানিটির ২৮.৭৬ শতাংশ উন্নতিও হয়েছে। সংস্থাটি গত মাসে মোট ১ লক্ষ ৪০ হাজার ৩৩৭ ইউনিট বিক্রি করেছে, যেখানে গত বছর এই সময়ে ১ লক্ষ ০৮ হাজার ৯৯১ ইউনিট বিক্রিবাটা হয়েছে। অর্থাৎ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের বিক্রির পরিমাণ বেশি।
রফতানি করা ইউনিট-সহ সংস্থাটি অক্টোবর মাসে মোট ১ লক্ষ ৬৭ হাজার ৫২০ ইউনিট বিক্রি করেছে। মিনি এবং কমপ্যাক্ট কার সেগমেন্টেই রয়েছে ৯৮ হাজার ৬২১ ইউনিট বিক্রি হয়েছে। এই বিভাগে রয়েছে অল্টো, এস-প্রেসো, ব্যালেনো, সেলেরিও, ইগনিস, ডিজায়ার, স্যুইফট, ওয়াগন আর এবং টুর এস-এর মতো মডেল।
advertisement
advertisement
ইউটিলিটি ভেহিকল (ইউভি) সেগমেন্টে গত বছরের ২৭ হাজার ০৮১ ইউনিটের জায়গায় এই বছর ৩০ হাজার ৯৮১ ইউনিট বিক্রি করেছে সংস্থাটি। এর ইউভি পোর্টফোলিওর মধ্যে রয়েছে ব্রেজ্জা, গ্র্যান্ড ভিটারা, এক্সএল৬, আরটিগা এবং এস-ক্রস। মারুতি সিয়াজ মাঝারি আকারের সেডান এবং ইকো ভ্যান যথাক্রমে ১ হাজার ৮৮৪ ইউনিট এবং ৮ হাজার ৮৬১ ইউনিট বিক্রি হয়েছে। ২ হাজার ৯৩১ ইউনিটের ইন্টার্নাল সেল-সহ, মারুতি সুপার ক্যারি ২০২১ সালের অক্টোবরে ৩ হাজার ৭৯৭ ইউনিটের তুলনায় ২৩.২৮ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানিটির রফতানি কমেছে ৪.০৯ শতাংশ। মারুতি সুজুকি গত মাসে ২০ হাজার ৪৪৮ ইউনিট রফতানি করেছে, যেখানে ২০২১ সালের অক্টোবরে ২১ হাজার ৩৩২ ইউনিট রফতানি করা হয়।
advertisement
আরও পড়ুন: বেতনের কতটুকু SIP-তে বিনিয়োগ করা উচিত? জানুন ৫০:৩০:২০ নীতি কেন সেরা!
সংস্থার লক্ষ্য হল, মারুতি ব্যালেনো ক্রস, ৫-ডোর জিমনি এবং একটি নতুন সি-সেগমেন্ট এমপিভি-সহ নতুন মডেলগুলি লঞ্চ করার পাশাপাশি নিজেদের এসইউভি পোর্টফোলিও আরও প্রসারিত করা। এর মধ্যে ৩টি ইউভি ২০২৩ সালের জানুয়ারি মাসের অটো এক্সপো-তে লঞ্চ করা হবে। ব্যালেনো ক্রস (কোডনেম ওয়াইটিবি) হার্টেক্ত প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বানানো হবে এবং ফিচার্স অনেকটা ব্যালেনো হাচ এবং ব্রেজ্জা এসইউভি-এর মতো হবে।
advertisement
ক্যুপ এসইউভি একটি ১-লিটার বুস্টারজেট পেট্রোল ইঞ্জিন-সহ থাকবে বলে আশা করা হচ্ছে, যা ১০০বিএইচপি এবং ১৫০এনএম শক্তি তৈরি করে। ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স বিকল্পগুলির সঙ্গে একটি ১.২ লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিনও থাকতে পারে। আসন্ন ৫-ডোর মাহিন্দ্রা থার এবং ফোর্স গুর্খার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫-ডোর জিমনি একটি লাইফস্টাইল অফ-রোড এসইউভি হিসেবে আনা হবে। নতুন মারুতি সি-সেগমেন্ট এমপিভি হবে এবং টোয়োটা ইনোভা হাই ক্রসের উপর ভিত্তি করে বানানো হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দুর্দান্ত বিক্রিবাটা, রেকর্ড গড়ছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement