নিয়ম ভেঙে স্বেচ্ছাচার করছে বড় ই-কমার্স সংস্থা, কোমর ভাঙছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের, মোদিকে চিঠি CAIT-এর

Last Updated:

এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই আমাজন-ফ্লিপকার্টকে আগ্রাসী ও অনৈতিক বলে দাগিয়ে আসছে এই সংস্থা।

#নয়াদিল্লি: বড় ই-কমার্স সংস্থাগুলি ই-ব্যবসা বা খুচরো লেনদেনের ক্ষেত্রে আগ্রাসী ভূমিকা নিয়ে একচেটিয়া মালিকানা ব্যবস্থা তৈরির লক্ষ্যে এগোচ্ছে, দ্বিধাহীন ভাবে ভাঙছে বিদেশি বিনিয়োগের (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) নীতি। ফল স্বরূপ কোমর ভাঙছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এমনটাই জানাল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই আমাজন-ফ্লিপকার্টকে আগ্রাসী ও অনৈতিক বলে দাগিয়ে আসছে এই সংস্থা।
কনফেডারেশনের মতে এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক। বেশির ভাগ সরকারি কর্তৃপক্ষই আইনানুগ ভাবে এই আগ্রাসন আটকাতে নীতি নির্ধারণ করতে অক্ষম হয়েছে। সিএআইটির স্পষ্ট মত, আমাজন বা ফ্লিপকার্টের মতো সংস্থাগুলি যেভাবে বিরাট ছাড় দেয়, বা এক্সক্লুসিভ ভাবে পণ্য বিক্রি করে, নানা রকম দাম ধার্য করে, তা আদৌ বিদেশি বিনিয়োগ নীতি অনুযায়ী বৈধ নয়। প্রসঙ্গত এই তত্ত্ব উড়িয়ে ফ্লিপকার্ট-আমাজন সব সময়েই দাবি করে এসেছে, বিদেশি বিনিয়োগ নীতির সব দিক মেনেই কাজ করে তাদের সংস্থা।
advertisement
গত বছরই মোদি সরকার বিদেশি বিনিয়োগ হিসেবে এ দেশে এসেছে এমন ই কমার্স সংস্থাগুলিকে বলেছিল সব নিয়ম মানা হচ্ছে এই মর্মে রিপোর্ট দাখিল করতে হবে। ৫ ডিসেম্বর, ২০১৯ নোটিফিকেশান জারি করে অর্থ মন্ত্রক বলে প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগের অর্থবর্ষের হিসেব দাখিল করতে হবে।
advertisement
পাশাপাশি Consumer Protection (e-commerce) Rules, 2019,-এ স্পষ্ট বলা হয়েছে কোনও ই কমার্স সংস্থা সরাসরি এমন ভাবে দাম বৃদ্ধি বা কমানোর কথা ঘোষণা করতে পাবে না যাতে সরাসরি ভাবে ক্রেতার সিদ্ধান্ত প্রভাবিত হয়ে বা একমুখী হয়। পাশাপাশি কোনও ভ্রান্ত রিভিউ রাখা যাবে না জানিয়ে দেওযা হয়। বলা হয় স্বচ্ছ ভাষায় মাল ফেরত, বদলানোর নীতিমালা জানাতে হবে।
advertisement
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বলছে বড় সংস্থগুলি অবলীলায় এই নীতিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে। তাদের বিরুদ্ধে খুব শিগগির কড়া সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নিয়ম ভেঙে স্বেচ্ছাচার করছে বড় ই-কমার্স সংস্থা, কোমর ভাঙছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের, মোদিকে চিঠি CAIT-এর
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement