আইন ভেঙে ব্যবসা করছে অ্যামাজন, ইডি-র কাছে তদন্তের দাবি ব্যবসায়ী সংগঠন CAIT-এর
- Published by:Debamoy Ghosh
- pti
Last Updated:
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও অ্যামাজন ইন্ডিয়ার তরফে কোনও জবাব মেলেনি৷
#দিল্লি: বৈষম্যমূলক দামে পণ্য বিক্রি করে দেশের আইন ভাঙছে অনলাইন শপিং সাইট অ্যামাজন৷ যার জেরে বিপাকে পড়েছেন দেশের ছোট ব্যবসায়ীরা৷ এই মর্মে অভিযোগ জানিয়ে অ্যামাজনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ইডি-র কাছে দাবি জানাল ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT৷
ইডি-কে লেখা চিঠিতে ব্যবসায়ীদের এই সর্বভারতীয় সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, ২০১২ সাল থেকে ভারতে ব্যবসা শুরুর পর থেকেই সমানে দেশের যাবতীয় আইন ভেঙে ব্যবসা করছে অ্যামাজন৷ এফডিআই, ফেমা-র মতো আইনগুলিতে দেশের ছোট ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যে বিধিনিষেধ রয়েছে, সেগুলিরও তোয়াক্কা করছে না অ্যামাজন৷ তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এই বহুজাতিক সংস্থা বিরুদ্ধে৷ যার ফলে দেশের প্রায় ৭ কোটি ছোট ব্যবসায়ীর জীবন জীবিকা আজ বিপন্ন হতে বসেছে৷ শুধু এই ব্যবসায়ীরাই নন, তাঁদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্ত অসংখ্য কর্মী এবং মানুষও প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে৷
advertisement
যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও অ্যামাজন ইন্ডিয়ার তরফে কোনও জবাব মেলেনি৷
advertisement
CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেন, 'অ্যামাজন সেলার সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং বিভিন্ন বেনামি সংস্থার মাধ্যমে বাজার দখলের অসাধু চেষ্টা চালাচ্ছে অ্যামাজন, যা এফডিআই নীতি এবং ফেমা আইনের সম্প্ূর্ণ বিরোধী৷' অবিলম্বে ইডি যাতে অ্যামাজনের থেকে সব তথ্য তলব করে, সেই দাবিও তুলেছেন CAIT-এর ওই কর্তা৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2020 10:02 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আইন ভেঙে ব্যবসা করছে অ্যামাজন, ইডি-র কাছে তদন্তের দাবি ব্যবসায়ী সংগঠন CAIT-এর