টাকা না দিয়েও এবার মাদারডেয়ারি থেকে কিনতে পারবেন দুধ !
Last Updated:
রোজ দুধ কিনতে যান নিশ্চয় , যদি টাকা দিতে না হয় বিষয়টা কেমন হয় !
#কলকাতা: ন্যাশানাল ডেয়ারি ডেভালপমেন্ট বোর্ড (NDDB) সারাদেশে ভর্তুকি দিয়ে দুধ বিক্রি করে ৷ কলকাতা হোক বা দিল্লি সব জায়গাতেই পাওয়া যায় মাদারডেয়ারির দুধ ৷
লক্ষ লক্ষ গ্রাহক নিয়মিত এই মাদারডেয়ারির দুধ ব্যবহার করেন ৷ এবার এই মাদার ডেয়ারির দুধ কিনতে পারা যাবে কিন্তু তারজন্য নগদ অর্থ খরচ না করলেও চলবে ৷ এইজন্য এগিয়ে এসেছে Paytm ৷ তারা মাদারডেয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ৷ সারাদেশে ১০০ -র বেশি বুথে এই মাস থেকেই ক্যাশলেস এই ট্রান্সজাকশন করার সুবিধা করে দিচ্ছে Paytm ৷
advertisement
এর আগে Paytm বিভিন্ন ধরণের ট্রান্সজাকশনে ক্যাশলেস সুবিধা দিয়ে রাখে ৷ ট্যাক্সি চড়া, খাওয়াদাওয়া, মানি ট্রান্সফারের সুবিধা দিয়ে থাকে এরা ৷ এবার তারসঙ্গে যদি মাদারডেয়ারির মতো চেন যুক্ত হয় তাহলে তা নিঃসন্দেহে দারুণ ৷
advertisement
advertisement
ভারতে ডিজিটাল ওয়ালেটকে আরও জনপ্রিয় করতে এই পদক্ষেপ বেশ কার্যকরী হবে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এর ফলে অফলাইন ও অনলাইনে ট্রানজাকশন দুটোতেই কাজ করতে আরও বেশি স্বচ্ছন্দ হবেন ভারতীয়রা ৷ Paytm-র পক্ষ থেকে বিজয় শঙ্কর শর্মা জানিয়েছেন Paytm আসলে রোজকার প্রয়োজনের মধ্যে ঢুকে যেতে চাইছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2018 5:48 PM IST