এবার অল্প টাকায় কিনে ফেলতে পারবেন স্বপ্নের বাড়ি, সস্তায় প্রপার্টি কেনার দুর্দান্ত সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা!

Last Updated:

কীভাবে করাবেন রেজিস্ট্রেশন?

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদার তরফে (Bank of Baroda) মেগা ই-অকশনের (Mega E Auction) আয়োজন করা হয়েছে৷ ব্যাঙ্কের তরফে এই ই-নিলামি ৮ সেপ্টেম্বর করা হবে যেখানে সস্তায় বাড়ির কেনার সুযোগ থাকবে ৷ এই অকশনে ব্যাঙ্কের তরফে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার-সহ সমস্ত ধরনের প্রপার্টি নিলাম করা হবে ৷ আপনি আপনার দরকার অনুযায়ী যে কোনও প্রপার্টির জন্য বিড করতে পারবেন ৷
ব্যাঙ্কের তরফে ট্যুইট করা হয়েছে -
ট্যুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা আপনাদের জন্য নিয়ে এসেছে সস্তায় প্রপার্টি কেনার সুযোগ ৷ এই সুপার মেগা ই-অকশনে বাড়ি, প্লট, অফিস স্পেস, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার-সহ সমস্ত ধরনের প্রপার্টি নিলাম করা হবে ৷ এই অকশন ৮ সেপ্টেম্বর করা হবে ৷
advertisement
advertisement
সময় সময়ে ব্যাঙ্কের তরফে নিলাম করা হয় প্রপার্টি
যে সমস্ত প্রপার্টির মালিকরা তাদের লোন শোধ করতে পারেনি তাদের জমি বা বাড়ি ব্যাঙ্কের তরফে বাজেয়াপ্ত করে নেওয়া হয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এই ধরনের সম্পত্তি নিলাম করা হয় বকেয়া টাকা তুলে নেওয়ার জন্য ৷
কীভাবে করাবেন রেজিস্ট্রেশন
advertisement
প্রপার্টি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য https://ibapi.in/ বা www.bankofbaroda.in ভিজিট করতে হবে ৷ এছাড়া আপনার নিকটবর্তী শাখায় গিয়ে নির্দিষ্ট প্রপার্টি সংক্রান্ত তথ্য জানতে চাইতে পারেন ৷
দেখে নিন নিলামে বিড করার কী নিয়ম
  1. বিডারকে নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডি ব্যবহার করে E Auction প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
  2. এরপর বিডারকে জরুরি কেওয়াসি ডকুমেন্ট জমা দিতে হবে ৷ KYC ডকুমেন্ট E Auction পরিষেবার মাধ্যমে ভেরিফাই করা হবে ৷ এর জন্য কমপক্ষে ২দিন সময় লাগবে ৷
  3. এরপর আপনাকে E Auction প্ল্যাটফর্মে জেনারেট হওয়া চালান ব্যবহার করে অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে ৷NEFT ট্রান্সফার, অনলাইন বা অফলাইন ট্রান্সফার ব্যবহার করতে পারবেন ৷
  4. ইচ্ছুক রেজিস্টার্ড বিডার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় পুরো করার পর E Auction প্ল্যাটফর্মে অনলাই বিড করতে পারবেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার অল্প টাকায় কিনে ফেলতে পারবেন স্বপ্নের বাড়ি, সস্তায় প্রপার্টি কেনার দুর্দান্ত সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement