এবার অল্প টাকায় কিনে ফেলতে পারবেন স্বপ্নের বাড়ি, সস্তায় প্রপার্টি কেনার দুর্দান্ত সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা!

Last Updated:

কীভাবে করাবেন রেজিস্ট্রেশন?

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদার তরফে (Bank of Baroda) মেগা ই-অকশনের (Mega E Auction) আয়োজন করা হয়েছে৷ ব্যাঙ্কের তরফে এই ই-নিলামি ৮ সেপ্টেম্বর করা হবে যেখানে সস্তায় বাড়ির কেনার সুযোগ থাকবে ৷ এই অকশনে ব্যাঙ্কের তরফে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার-সহ সমস্ত ধরনের প্রপার্টি নিলাম করা হবে ৷ আপনি আপনার দরকার অনুযায়ী যে কোনও প্রপার্টির জন্য বিড করতে পারবেন ৷
ব্যাঙ্কের তরফে ট্যুইট করা হয়েছে -
ট্যুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা আপনাদের জন্য নিয়ে এসেছে সস্তায় প্রপার্টি কেনার সুযোগ ৷ এই সুপার মেগা ই-অকশনে বাড়ি, প্লট, অফিস স্পেস, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার-সহ সমস্ত ধরনের প্রপার্টি নিলাম করা হবে ৷ এই অকশন ৮ সেপ্টেম্বর করা হবে ৷
advertisement
advertisement
সময় সময়ে ব্যাঙ্কের তরফে নিলাম করা হয় প্রপার্টি
যে সমস্ত প্রপার্টির মালিকরা তাদের লোন শোধ করতে পারেনি তাদের জমি বা বাড়ি ব্যাঙ্কের তরফে বাজেয়াপ্ত করে নেওয়া হয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এই ধরনের সম্পত্তি নিলাম করা হয় বকেয়া টাকা তুলে নেওয়ার জন্য ৷
কীভাবে করাবেন রেজিস্ট্রেশন
advertisement
প্রপার্টি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য https://ibapi.in/ বা www.bankofbaroda.in ভিজিট করতে হবে ৷ এছাড়া আপনার নিকটবর্তী শাখায় গিয়ে নির্দিষ্ট প্রপার্টি সংক্রান্ত তথ্য জানতে চাইতে পারেন ৷
দেখে নিন নিলামে বিড করার কী নিয়ম
  1. বিডারকে নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডি ব্যবহার করে E Auction প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
  2. এরপর বিডারকে জরুরি কেওয়াসি ডকুমেন্ট জমা দিতে হবে ৷ KYC ডকুমেন্ট E Auction পরিষেবার মাধ্যমে ভেরিফাই করা হবে ৷ এর জন্য কমপক্ষে ২দিন সময় লাগবে ৷
  3. এরপর আপনাকে E Auction প্ল্যাটফর্মে জেনারেট হওয়া চালান ব্যবহার করে অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে ৷NEFT ট্রান্সফার, অনলাইন বা অফলাইন ট্রান্সফার ব্যবহার করতে পারবেন ৷
  4. ইচ্ছুক রেজিস্টার্ড বিডার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় পুরো করার পর E Auction প্ল্যাটফর্মে অনলাই বিড করতে পারবেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার অল্প টাকায় কিনে ফেলতে পারবেন স্বপ্নের বাড়ি, সস্তায় প্রপার্টি কেনার দুর্দান্ত সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement