Business Idea: আর করতে হবে না চাকরি! শুরু করুন এই নতুন ব্যবসা, আয় হবে মোটা টাকা, রাতারাতি হবেন মালামাল...!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Business Idea: ড্রোন কিনে এবার শুরু করতে পারেন নতুন ব্যবসা। রোজগারও হবে মোটা টাকা।চাষিদেরও এই বিষয়ে বিশেষ আগ্রহ রয়েছে।
পূর্ব বর্ধমান: ড্রোন কিনে এবার শুরু করতে পারেন নতুন ব্যবসা। চাষিদেরও এই বিষয়ে বিশেষ আগ্রহ রয়েছে। ধানকাটা মেশিন, ট্রাক্টরের মত এবার কৃষিকাজে আসতে চলেছে আরও এক আধুনিক প্রযুক্তি। ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হবে জমিতে। এবং এর ফলে মিলবে একাধিক সুবিধা। চাষিদের এতে অনেক সুবিধা হবে এবং চাষ হয়ে উঠবে আরও অনেকটা সহজ।
এবার কৃষিকাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ। জমিতে কীটনাশক স্প্রে করার জন্য আর মাঠে নামার প্রয়োজন হবেনা। ড্রোনের মাধ্যমেই হবে সম্পূর্ণ কাজ। ড্রোনের সাহায্যে অল্প সময়ের মধ্যে একাধিক জমি স্প্রে করা সম্ভব হবে।
ডিজিসিএ অনুমোদিত পাইলট সুমন কর্মকারের কথায়, ড্রোন দিয়ে স্প্রে করলে প্রত্যেকদিন ৩০ বিঘা জমি স্প্রে করা সম্ভব হবে। পাঁচ মিনিটের মধ্যেই এক একর জমি স্প্রে করা হয়ে যাবে। আবার অনেক সময় সাপে কামড়ানোর জন্য জমিতে অনেক মানুষ মারা যান, এখানে সেই বড় বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন-আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল…! মেয়ের থেকে দূরে গিয়ে এটা কী করলেন শ্রীময়ী? দেখলে চমক উঠবেন
সুমন কর্মকার এই বিষয়ে আরও জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে এই ড্রোনের দাম রয়েছে সাত লক্ষ টাকা। এর মধ্যে থেকে তিন লক্ষ টাকা সরকার সাবসিটি দিচ্ছে। চাষিরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবেও এই ড্রোন ক্রয় করতে পারবেন। যেখান থেকে ড্রোন পারচেজ করা হবে সেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ড্রোন দিয়ে ভাড়া খাটানো সম্ভব, তবে সেক্ষেত্রে ডিজিসিএ অনুমোদিত লাইসেন্স লাগবে। “
advertisement
চাষিদের কথায় কৃষিকাজেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে। তার কারণ বর্তমানে লেবার পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে সাপে কামড়ানোর ভয় থেকেই যায়। তাছাড়া ভিন্ন ভিন্ন সিজেনে আলাদা আলাদা পোকার আক্রমণও হচ্ছে জমিতে। যে কারণে ফসলের উৎপাদনও কমে যাচ্ছে। তাই চাষিদের মতে ট্রাক্টর, ধান কাটা মেশিনের মত, স্প্রে করার ক্ষেত্রে ড্রোন ব্যবহারেরও প্রয়োজন রয়েছে। সবমিলিয়ে এইসময় ড্রোন নিয়ে শুরু করা যেতে পরে ব্যবসা। চাহিদাও থাকবে তুঙ্গে এবং রোজগারও হবে মোটা টাকা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 5:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: আর করতে হবে না চাকরি! শুরু করুন এই নতুন ব্যবসা, আয় হবে মোটা টাকা, রাতারাতি হবেন মালামাল...!