Business Idea: গাছের শেকড়, ধুন্দুল দিয়ে অর্গানিক স্ক্রাবার তৈরি করে ব্যবসার নতুন পথ দেখাচ্ছেন অনামিকা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Business Idea: শহরে অর্গানিক স্ক্রাবার তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। বহু মানুষ এই নতুন স্ক্রাবার কিনছেন! খুলছে ব্যবসার নতুন দিক
শিলিগুড়ি: গাছের শেকড় ধুন্দুল দিয়ে অর্গানিক স্ক্রাবার তৈরি করে ব্যবসার নতুন পথ দেখাচ্ছেন শিলিগুড়ির অনামিকা ছেত্রী। ছোটবেলা থেকেই নিজের কিছু ব্যবসা করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু সংসার সামলানোর দায়িত্ব সেটা করতে দেয়নি। কিন্তু মনে ইচ্ছে শক্তির জোরেই আজ অনামিকা শহরে অর্গানিক স্ক্রাবার তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। তার তৈরি অর্গানিক স্ক্রাবার শহরে তো বটেই শহরের বাইরেও প্রচুর জায়গায় বিক্রি হয়। তিনি এই জিনিসই নয় একই সঙ্গে অর্গানিক খাদ্যশস্য সঠিক প্যাকেজিং করে সেগুলিও বাজারজাত করেছেন।
অনামিকার কথায়, ‘বর্তমান বিশ্বে, ধুন্দল সবজি হিসেবে খুবই জনপ্রিয়। যার উপকারিতাও অপরিসীম। অতি প্রাচীনকাল থেকেই স্নানের সামগ্রী হিসেবে গা ঘষার কাজে ধুন্দলের ছোবড়া ব্যবহার হয়ে আসছে। আমরা সকলেই জানি যে, ধুন্দলের ছোবড়া ব্যবহার করে স্নান করা দারুণ ভাল। তবে বিশ্বায়নের যুগে যেভাবে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে সেটা না হওয়াই ভাল। আর এই কথা মাথায় রেখেই ধুন্দলের ছোবড়া, গাছের শেকড় দিয়ে ভাল করে ডিজাইন করে বিক্রি করে ব্যবসার বাকিদেরও পথ দেখাচ্ছেন অনামিকা ।
advertisement
advertisement
তার দোকানে স্ক্রাবার কিনতে এসে বিপ্লব রায় জানান, ‘ ছোটবেলায় যে এই জিনিস গা ঘষার জন্য ব্যবহার করতাম সেটা তো এখন দেখায় যায় না। সব প্লাস্টিকের স্ক্রাবার ব্যবহার করে । এখানে যেভাবে সুন্দর করে গা ঘষাগুলি বিক্রি হচ্ছে টা সত্যি দারুণ।’ অনামিকার কথায় বিশ্বায়নের যুগে যেভাবে প্লাস্টিকের জন্য তথা কেমিক্যাল ব্যবহারের জন্য মানুষের ক্ষতি হচ্ছে। তাই তিনি চাষবাসের ক্ষেত্রেও কোন রাসায়নিক সার ব্যবহার করেন না। এমন জায়গায় দাঁড়িয়ে তার মনে হয়েছে যে প্রাকৃতিক উপাদানই সর্বশ্রেষ্ঠ।
advertisement
অনির্বাণ রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 12:26 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: গাছের শেকড়, ধুন্দুল দিয়ে অর্গানিক স্ক্রাবার তৈরি করে ব্যবসার নতুন পথ দেখাচ্ছেন অনামিকা
