West Bengal Budget 2025: রাজ্য বিধানসভায় বাজেট পেশ চন্দ্রিমার; লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহার্ঘভাতা, আজ নজরে সবকিছুই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal Budget 2025: আজ রাজ্যের বাজেট। বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
আবীর ঘোষাল, কলকাতা: বিধানসভা ভোটের আগেই ‘নারীর ক্ষমতায়ন’ অস্ত্রে শান দিতে পারে তৃণমূল। লোকসভা ভোটের আগে বাজেটে বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে ও তফশিলি জাতি-জনজাতিভুক্তদের ১২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বুধবার বিধানসভায় রাজ্য বাজেট ২০২৫-২৬ পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বুধবার বিধানসভায় বিকেল ৪টে নাগাদ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার, পড়ুয়া ঋণ-কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলনও দেখা গিয়েছিল। লোকসভা ভোটের আগেই ‘নারীর ক্ষমতায়ন’ অস্ত্রে শান দিয়েছিল তৃণমূল। বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে ও তফশিলি জাতি-জনজাতিভুক্তদের ১২০০ টাকা করে দেওয়া হয়েছিল।
advertisement
রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা। সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু’কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছে সরকার।
১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করেছিল রাজ্য সরকার। গত ২১ ফেব্রুয়ারির মধ্যেই ২১ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা হিসাবে ওই অর্থ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকাও দিচ্ছে রাজ্য সরকার। ঘোষণা বাজেটে এপ্রিল পর্যন্ত কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়া হলে, মে মাসে রাজ্য ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে বলেও ঘোষণা সরকারের। সেই ঘোষণা ইতিমধ্যেই বাস্তবে পরিণত করেছে রাজ্য সরকার।গত রাজ্য বাজেটে বঞ্চিত নন রাজ্য সরকারি কর্মচারীরাও। বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা জানিয়েছিলেন, আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। এবার সরকারি কর্মচারীদের জন্য কিছু সংস্থান থাকতে পারে। সকলেই সেদিকে নজর রাখছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 9:31 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal Budget 2025: রাজ্য বিধানসভায় বাজেট পেশ চন্দ্রিমার; লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহার্ঘভাতা, আজ নজরে সবকিছুই