Union Budget 2019: ব্যাঙ্ক-ডাকঘরে জমা টাকার সুদে ৪০ হাজার পর্যন্ত করছাড়

Last Updated:

বর্তমানে হিন্দু‌ অবিভাজিত পরিবার ও ব্যক্তি (৬০ বছর পর্যন্ত বয়স)-দের সেভিংস অ্যাকাউন্ট (ব্যাঙ্ক, পোস্ট অফিস, কো-অপারেটিভ) থেকে আয়ের ১০ হাজার টাকা পর্যন্ত করছাড় মেলে৷ এ বার সেই আয়ে ৪০ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে৷

#নয়াদিল্লি: ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (টিডিএস)-এ করছাড়ের ঊর্ধ্বসীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা ঘোষণা করলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল৷ যার নির্যাস, কর বাঁচানোর জন্য যাঁরা বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট ও পোস্ট অফিসে রাখেন, তাঁদের জন্য এই ঘোষণা বড় রিলিফ৷
বর্তমানে হিন্দু‌ অবিভাজিত পরিবার ও ব্যক্তি (৬০ বছর পর্যন্ত বয়স)-দের সেভিংস অ্যাকাউন্ট (ব্যাঙ্ক, পোস্ট অফিস, কো-অপারেটিভ) থেকে আয়ের ১০ হাজার টাকা পর্যন্ত করছাড় মেলে৷ এ বার সেই আয়ে ৪০ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে৷
২০১৮ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৮০টিটিবি সেকশন চালু করেছিলেন৷ সেই সেকশনে টিডিএস বাবদ আয়ের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৫০ হাজার টাকা পর্যন্ত করছাড় পান৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2019: ব্যাঙ্ক-ডাকঘরে জমা টাকার সুদে ৪০ হাজার পর্যন্ত করছাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement