নেট বাজার ধরতে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে বিএসএনএল

Last Updated:

জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার বিএসএনএলও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ৷

#কলকাতা: বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷  আর টেলিকম সংস্থাগুলির মধ্যেও এখন প্রতিযোগিতা অনেক বেশি ৷ রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷  জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার বিএসএনএলও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ৷
এ বার গ্রাহকদের আরও বেশি নেট ব্যবহারের সুযোগ দিতে চাইছে বিএসএনএল। তার জন্য পরিষেবা দেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে তারা। বিএসএনএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার পরিষেবায় নেটের ব্যবহারও দ্রুতগতিতে বাড়ছে ৷ তাই ৩ জি পরিষেবা আরও উন্নত করাটাই এখন লক্ষ্য সংস্থার ৷ উন্নত ৩ জি পরিষেবা দিতে দেশের দক্ষিণাঞ্চলে ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে মাসে ৬০০ টেরাবাইট করার কথা বিএসএনএলের। দেশের অন্যান্য জায়গায় তা বেড়ে হবে ৪৫০ টেরাবাইট।  বিএসএনএল সম্প্রতি একটা নতুন অফার এনেছে ৷ সেটা হল ১০৯৯ টাকায় যত খুশি নেট ব্যবহার করা ৷ এই অফারের পর বিএসএনএলের গ্রাহকের সংখ্যাও বেড়েছে অনেকাংশে ৷ ২০১২ সালে মাসে যেখানে সার্বিক ভাবে বিএসএনএল গ্রাহকদের নেটের ব্যবহার ছিল ৮০ টেরাবাইট, গত জুলাইতে তা হয়েছিল ২৭৯ টেরাবাইট। এখন আরও বেড়ে ৩৫৩ টেরাবাইট।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নেট বাজার ধরতে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে বিএসএনএল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement