নেট বাজার ধরতে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে বিএসএনএল

Last Updated:

জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার বিএসএনএলও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ৷

#কলকাতা: বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷  আর টেলিকম সংস্থাগুলির মধ্যেও এখন প্রতিযোগিতা অনেক বেশি ৷ রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷  জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার বিএসএনএলও নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে ৷
এ বার গ্রাহকদের আরও বেশি নেট ব্যবহারের সুযোগ দিতে চাইছে বিএসএনএল। তার জন্য পরিষেবা দেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে তারা। বিএসএনএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার পরিষেবায় নেটের ব্যবহারও দ্রুতগতিতে বাড়ছে ৷ তাই ৩ জি পরিষেবা আরও উন্নত করাটাই এখন লক্ষ্য সংস্থার ৷ উন্নত ৩ জি পরিষেবা দিতে দেশের দক্ষিণাঞ্চলে ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে মাসে ৬০০ টেরাবাইট করার কথা বিএসএনএলের। দেশের অন্যান্য জায়গায় তা বেড়ে হবে ৪৫০ টেরাবাইট।  বিএসএনএল সম্প্রতি একটা নতুন অফার এনেছে ৷ সেটা হল ১০৯৯ টাকায় যত খুশি নেট ব্যবহার করা ৷ এই অফারের পর বিএসএনএলের গ্রাহকের সংখ্যাও বেড়েছে অনেকাংশে ৷ ২০১২ সালে মাসে যেখানে সার্বিক ভাবে বিএসএনএল গ্রাহকদের নেটের ব্যবহার ছিল ৮০ টেরাবাইট, গত জুলাইতে তা হয়েছিল ২৭৯ টেরাবাইট। এখন আরও বেড়ে ৩৫৩ টেরাবাইট।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নেট বাজার ধরতে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে বিএসএনএল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement