এক্সক্লুসিভ আইপিএল অফারে জিও-কে টেক্কা, ১৫৩ জিবি দেবে বিএসএনএল
Last Updated:
এ বার এক্সক্লুসিভ আইপিএল অফার নিয়ে বাজারে এল বএসএনএল ৷ আর নতুন অফারে হাঁকিয়ে ছক্কা মারল সরকারি এই টেলিকম সংস্থা ৷
#নয়াদিল্লি: এ বার এক্সক্লুসিভ আইপিএল অফার নিয়ে বাজারে এল বএসএনএল ৷ আর নতুন অফারে হাঁকিয়ে ছক্কা মারল সরকারি এই টেলিকম সংস্থা ৷ এ বার বাজার চলতি ভারতী এয়ারটেল এবং জিও-কে টেক্কা দিয়ে সস্তাতম আইপিএল অফার দেবে বিএসএনএল ৷
আইপিএল অফারে ২৪৮ টাকার একটি ডেটা প্ল্যান এনেছে বিএসএনএল ৷ এতে পাওয়া যাবে ১৫৩ জিবি ৩জি ডেটা ৷ প্রতিদিন ৩ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে ৷ এই অফারের বৈধতা থাকবে ৫১ দিন পর্যন্ত ৷
advertisement
গতকাল থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর আইপিএল শুরু হতে না হতেই মন টানছে ঘর ৷ আর ঘরে ফিরেই যে করে হোক রিমোটটি বগলদাবা করে টিভইর সামনে বসতে পারলেই হল ৷ চোখ যেন আঠা দিয়ে আটকে থাকছে টিভির ফ্রেমে ৷ কিন্তু ঘরের বাইরে থাকলে কী উপায় ? টিভির পর্দাটি মনে মনে যতই টানুক, চোখের সামনে তাকে নিয়ে ঘোরা তো আর সম্ভব নয় ৷ আবার ম্যাচও মিস করা চলবে না ৷ তাই হাতের কাছে রয়েছে স্মার্ট ফোন ৷ এ দিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ম্যাচ দেখলে সব ডেটা ফুরুৎ ৷ এই সমস্যার সমাধানেই একযোগে মাঠে নেমেছে একাধিক টেলিকম সংস্থা ৷
advertisement
কিছুদিন আগেই আইপিএল স্পেশ্যাল অফার হিসাবে ২৫১ টাকার ডেটা প্ল্যান এনেছে রিলায়্যান্স জিও ৷ এতে ১০২ জিবি ৪জি ডেটা পাওয়া যাবে ৷ অন্যদিকে, হটস্টার অ্যাপে আইপিএল-এর ফ্রি স্ট্রিমিং করবে ভারতী এয়ারটেল ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 1:09 PM IST