Brand Bazar Sale: জমিয়ে হোক পুজোর বাজার! ‘ব্র্যান্ড বাজার সেল’-এ ৮০ শতাংশ ছাড়ে ব্র্যান্ডেড পোশাক

Last Updated:

শুধু জামাকাপড়ই নয়, এই ব্র্যান্ড বাজার সেলে পাওয়া যাচ্ছে, জুতো, পারফিউম, বোতল, কাচের বাসনের সেট-ও

সামনেই উৎসবের মরশুম। আর উৎসবের মরশুম মানেই দেদার কেনাকাটা। বিভিন্ন জায়গায় উৎসব উপলক্ষে কেনাকাটার উপর বিশেষ ছাড়ও দেওয়া হয়ে থাকে। ফলে নামীদামি ব্র্যান্ডের জামাকাপড় কম টাকাতেই পাওয়া যায়। তাই যাঁরা ব্যাপক ছাড়ে ব্র্যান্ডেড জামাকাপড় কিনতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর! শুরু হয়েছে ‘ব্র্যান্ড বাজার সেল’। দারুণ সস্তায় মিলছে জামাকাপড় থেকে শুরু করে নানা সামগ্রী।
কিন্তু কোথায় হচ্ছে এই সেল? পড়শি রাজ্য ঝাড়খণ্ডের অন্যতম বড় শহর জামশেদপুর। সেখানকার বিষ্টুপুরের মুসলিম লাইব্রেরিতে শুরু হয়েছে ব্র্যান্ড বাজার সেল। এখানে শিশু থেকে শুরু করে সমস্ত বয়সের মহিলা-পুরুষদের ব্র্যান্ডেড জামাকাপড় পাওয়া যাচ্ছে। যার উপর ছাড় রয়েছে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত। শুধু জামাকাপড়ই নয়, এই ব্র্যান্ড বাজার সেলে পাওয়া যাচ্ছে, জুতো, পারফিউম, বোতল, কাচের বাসনের সেট ইত্যাদিও।
advertisement
ব্র্যান্ড বাজার সেলের ডিরেক্টর মহম্মদ শাহরুখ সংবাদমাধ্যমের কাছে বলেন যে, এই সেলের বাজারে খুবই কম দামে লি কুপার, লিভাইস, রঙ রীতি, স্পাইকার, আরবান ট্রেল, ম্যাক্সের মতো ব্র্যান্ডেড সংস্থার জামাকাপড় পেয়ে যাবেন গ্রাহকরা। এমআরপি-র উপর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। যার ফলে ব্র্যান্ড বাজার সেলে ১৫০ থেকে ১২০০ টাকার মধ্যে জামাকাপড় পেয়ে যেতে পারেন গ্রাহকরা। কিন্তু বড় বড় ব্র্যান্ডের জামাকাপড়ে কেন এতটা বেশি ছাড়? এর উত্তরে মহম্মদ শাহরুখ বলেন, আসলে ব্র্যান্ডেড কোম্পানিগুলো স্টক ক্লিয়ার করে। সেই কারণেই এই ছাড়। আর এই ছাড়ের সুযোগে মানুষ একসঙ্গে দেদার কেনাকাটা করে। এই কারণে আমরা সস্তা দামে জামাকাপড় বিক্রি করতে পারছি।
advertisement
advertisement
কী কী পাওয়া যাচ্ছে এই সেলের বাজারে? মহম্মদ শাহরুখ জানান, “এখানে মেয়েদের জন্য ফ্রক, স্যুট, নাইটি, টপ পাওয়া যাচ্ছে। আর ছেলেদের জন্য রয়েছে শার্ট, টি-শার্ট, প্যান্ট, জিন্স, শর্টসের ব্যাপক সম্ভার। এছাড়া শিশু এবং বয়স্কদের জন্যও পোশাক মিলছে আমাদের বাজারে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রিবাটা চলছে।”
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Brand Bazar Sale: জমিয়ে হোক পুজোর বাজার! ‘ব্র্যান্ড বাজার সেল’-এ ৮০ শতাংশ ছাড়ে ব্র্যান্ডেড পোশাক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement