Aman Gupta: ৭০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্যের মালিক...! 'ধনী' হওয়ার পর বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ, এমন কেন বললেন boAT-এর সহ-প্রতিষ্ঠাতা আমন গুপ্তা?
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aman Gupta: এঁদের মধ্যে অন্যতম হল - Paytm-এর সিইও বিজয় শেখর শর্মা, boAT-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও আমন গুপ্তা, OYO Room-এর সিইও রীতেশ আগরওয়াল এবং Mamaearth-এর সহ-প্রতিষ্ঠাতা গজল অলঘ।
অর্থ এবং খ্যাতি সাফল্য বয়ে আনতে পারে। কিন্তু তার সঙ্গে আবার আসে নানা সমস্যাও। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সাম্প্রতিক কিছু এপিসোডে ভারতের কিছু শীর্ষস্থানীয় উদ্যোগপতিরা অংশ নিয়েছিলেন। এঁদের মধ্যে অন্যতম হল – Paytm-এর সিইও বিজয় শেখর শর্মা, boAT-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও আমন গুপ্তা, OYO Room-এর সিইও রীতেশ আগরওয়াল এবং Mamaearth-এর সহ-প্রতিষ্ঠাতা গজল অলঘ। সেখানে সম্পত্তি কীভাবে সম্পর্কের গতিধারা বদলে দেয়, সেই বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। তবে হাসি আর আনন্দের মাঝেই ধনী হওয়ার পর পরিবার এবং বন্ধুদের থেকে উড়ে আসা বিদ্রুপের চ্যালেঞ্জের দিকটাও তুলে ধরেছেন।
অর্থ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমন গুপ্তা:
YouTube-এ শেয়ার করা একটি বিটিএস ক্লিপে দেখা গিয়েছে যে, টাকা আসার পর সম্পর্ক কীভাবে বদলে যায়, সেই বিষয়ে প্রশ্ন করেছেন কপিল। boAt-এর সহ-প্রতিষ্ঠাতা আমন গুপ্তা ব্যাখ্যা দিয়ে বলেন যে, ’ধনী হলেই আশপাশের মানুষ আপনাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেবেন। মানুষ এমন মন্তব্য করতে থাকেন যে, ‘এবার তো ও বড় মানুষ হয়ে গেল।’ কিন্তু আমন বিশ্বাস করেন যে, তিনি সর্বদা নিজের মূল্যের প্রতি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানান যে, তাঁর মায়ের পরামর্শই তাঁকে মাটির মানুষ হিসেবে তৈরি করেছে। সেই সঙ্গে মায়ের পরামর্শ তাঁকে এ-ও মনে করিয়ে দেয় যে, রাবণের মতো বড় অহঙ্কারীও টিকতে পারেনি। আর সাফল্য যখন কারও মাথায় চেপে বসে, তখনই তাঁর পতন শুরু হয়।
advertisement
advertisement
অর্চনা পূরণ সিং এবং boAT-এর সাফল্য প্রসঙ্গে আমন গুপ্তা:
জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড boAt-এর সহ-প্রতিষ্ঠাতা আমন গুপ্তা মজা করেই নিজের সংস্থার প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসঙ্গে জানালেন। তিনি জানান যে, তাঁর রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম নতুন রেঞ্জের নয়েজ-ক্যান্সেলেশন হেডফোন টেস্ট করার জন্য অর্চনা পূরণ সিংয়ের সেই কিংবদন্তি অট্টহাসি ব্যবহার করে থাকে। এই সময় ফুরফুরে মেজাজে অর্চনা পূরণ সিংও নিজের চিরাচরিত ঢঙে কোম্পানির স্টেক দাবি করে বসেন। কপিলও কম যান না। তিনি মজা করে বলেন, ইক্যুইটির বদলে বরং অর্চনা এবং তাঁর স্বামীকে একটি করে হেডফোন দেওয়া হবে।
advertisement
আমন গুপ্তার পরিচয়:
boAt Lifestyle-এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার আমন গুপ্তা। ‘Shark Tank India’-তে একজন লগ্নিকারী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আর.কে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন আমন। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও! ফলে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস থেকে ফিনান্স অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয় নিয়ে এমবিএ-র পাঠ সম্পন্ন করেছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 5:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aman Gupta: ৭০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্যের মালিক...! 'ধনী' হওয়ার পর বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ, এমন কেন বললেন boAT-এর সহ-প্রতিষ্ঠাতা আমন গুপ্তা?