Black Plum Cultivation: এবার টবেই ফলবে গাছভর্তি রসালো কালো জাম! শুধু জানতে হবে 'এই' সহজ পদ্ধতি

Last Updated:

Black Plum Cultivation: বড় বড় গাছ থেকে আর জাম পাড়ার ঝামেলা পোহাতে হবে না। এবার বড় টবের মধ্যে ছোট গাছেই ধরবে গাছভর্তি কালো জাম।

+
জাম 

জাম 

উত্তর দিনাজপুর: বড় গাছ নয় ছোট গাছেই ধরবে সুস্বাদু জাম। ছোট থেকে বড় সকলের জন্যই ভীষণ পুষ্টিকর জাম।একটা সময় চারপাশে অনেক বড় বড় জামের গাছ দেখা গেলেও জায়গার অভাব ও উঁচু গাছ থেকে জাম পাড়ার ঝামেলার কারণে অনেকেই নিজের বাড়িতে বা বাগানে জাম গাছ লাগাতে পছন্দ করেন না। তবে বড় বড় গাছ থেকে আর জাম পাড়ার ঝামেলা পোহাতে হবে না। বড় টবের মধ্যে ছোট গাছেই ধরবে জাম।
কৃষিবিদ তারা প্রসাদ জানান, আগের মত এখন আর বড় বড় জাম গাছ লাগাতে হয় না। ছোট গাছে টবেই হয় জাম। হাইব্রিড জাতের এই জাম গাছের বীজ কিনে সেই বীজ থেকে চারা তৈরি করে টবে রোপন করলে দুই থেকে তিন বছরের মধ্যেই পাবেন জাম। জামের ফল পাকে সাধারণত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি সময়।আপনার ছাদ বাগানে খুব সহজে লাগিয়ে নিতে পারেন থাই হাইব্রিড উচ্চ ফলনশীল কালো জাতের জাম।
advertisement
advertisement
যে কোনও নার্সারিতে আপনি এই গাছ পেয়ে যাবেন। এই থাই হাইব্রিড জাতের জামে কোনওরকম কস থাকে না। এছাড়া এটি ভীষণ মিষ্টি হয়। এই গাছগুলো ছোট হয় এবং এই থাই প্রজাতির কালো জাম অল্প সময়ে বেশি ফল দেয়। অল্প সময় ফল পেতে হলে আপনি লাগাতে পারেন এই থাই প্রজাতির কালো জাম।
advertisement
দু’বছর বয়স থেকে আপনি গাছে ফল পাবেন। এই গাছে অতিরিক্ত ডালপালা হলে সেই ডালপালা কেটে বাদ দিতে হবে। প্রতিবছর এই গাছে সার যুক্ত মাটি দিতে হবে। ব্যস্ততার যুগে প্রত্যেকের সময় কম তাই কম সময় বাড়িতে এই থাই হাইব্রিড প্রজাতির জাম গাছ লাগালেই ভাল ফলন পাবেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Black Plum Cultivation: এবার টবেই ফলবে গাছভর্তি রসালো কালো জাম! শুধু জানতে হবে 'এই' সহজ পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement