#নয়াদিল্লি: পিএফ অ্যাকাউন্টের সুদের টাকার অপেক্ষা করছেন যাঁরা তাঁদের জন্য রয়েছে জরুরি খবর ৷ EPFO এর আগে জুলাই মাসে সুদের টাকা ক্রেডিট করার কথা বলেছিল ৷ এরপর থেকে দেশের প্রায় ৬ কোটি চাকুরিজীবীরা সুদের টাকার অপেক্ষা করছিলেন ৷ কিন্তু এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি ৷ বর্তমানে EPFO-তে ৮.৫ শতাংশ সুদ মিলছে ৷
অনেকেই ট্যুইট করে জানতে চেয়েছেন যে সুদের টাকা কবে আসবে ৷ ইপিএফও-র তরফে কবে টাকা আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে জানানো হয়েছে ৷ জানানো হয়েছে, সুদের টাকা জমা করার প্রক্রিয়া চালু করা হয়েছে এবং শীঘ্রই সেটি আপডেট করা হবে ৷ তবে এখনও পর্যন্ত কোনও তারিখ ঠিক করা হয়নি কবে টাকা ট্রান্সফার করা হবে ৷ তবে শীঘ্রই চলে আসবে টাকা বলে মনে করা হচ্ছে ৷
আপনার ইউএএন নম্বর ইপিএফ-এর কাছে রেজিস্টার্ড থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স এখটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN ENG লিখে এসএমএস পাঠাতে হবে ৷ ENG অথার্ৎ কোন ভাষায় তথ্য চাইছেন ৷ অন্য ভাষা অর্থাৎ হিন্দিতে চাইলে EPFOHO UAN HIN লিখতে হবে ৷ হিন্দি ও ইংরেজি ছাড়া পঞ্জাবি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়ালম এবং বাংলা ভাষায় তথ্য পেয়ে যাবেন ৷
এছাড়া আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিয়েও পিএফ অ্যাকাউন্টের ডিটেল জানতে পারবেন ৷ এর জন্য ইউএএন এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্কড থাকতে হবে ৷ এই পরিষেবার জন্য কোনও চার্জ নেওয়া হয় না ৷
উমাং অ্যাপের মাধ্যমেও পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যেতে পারে ৷ পাসবুক দেখার পাশাপাশি ক্লেমও করতে পারবেন ৷ এটা একটি সরকারি অ্যাপ ৷ এই অ্যাপের সাহায্যে একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷ এর জন্য অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে নিজেকে রেজি,্টার করাতে হবে ৷
এর জন্য EPFO-তে যেতে হবে এখানে Employee Centric Services এ ক্লিক করতে হবে এরপর View Passbook এ ক্লিক করতে হবে পাসবুক দেখার জন্য আপনাকে UAN নম্বর দিতে হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPFO Account, EPFO subscribers