BGBS 2023 Mamata Banerjee: দেশে কর্মসংস্থান কমেছে ৪০%, আর বাংলায় বেড়েছে ৪২%! বাণিজ্য সম্মেলনে বাংলার জয়গান মমতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
BGBS 2023 Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গ্রামই এখন গ্রোথ সেন্টার। কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম। শুধু চর্মশিল্পে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।'
কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন মঞ্চ থেকে রাজ্যের কর্মসংস্থানে উন্নয়নের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।’ এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি।’
এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ছোট চায়ের দোকান মানে ছোট ব্যাপার নয়। বড় বড় হোটেলের ধার থেকে রাস্তার ধারে থাকা ছোট ছোট হোটেলগুলোও গুরত্বপূর্ণ। পর্যটনে আমরা অনেক হোম স্টে তৈরি করেছি। ক্ষুদ্র শিল্পদের বলব আপনারা আপনাদের ব্র্যান্ডকে ব্যবহার করুন। আপনারা ভাববেন না যে আপনারা ছোট। ৫০ কোটি থেকেও আপনারা ১০০০ কোটি টাকা আয় করতে পারেন।’
advertisement
আরও পড়ুন: উঠে দাঁড়ালেই মাথা ঘোরে? শরীরে রক্তের ঘাটতি আপনাকে শেষ করে দিতে পারে! জানুন
বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে ৪০টি দেশ অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামই এখন গ্রোথ সেন্টার। কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম। শুধু চর্মশিল্পে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বাংলায় ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মহিলারা কর্মসংস্থানে এগিয়ে।’
advertisement
advertisement
কেন্দ্রকে কটাক্ষ করে মমতার আক্রমণ, ‘ক্যাশলেস ইকোনকি কর্মসংস্থান তৈরি করতে পারে না। করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের উপর। অতিরিক্ত কর বাড়তি চাপ তৈরি করে।’ বিশ্ব বঙ্গ সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদির ডিজিটাল ভারতকে কটাক্ষ মমতার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 5:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
BGBS 2023 Mamata Banerjee: দেশে কর্মসংস্থান কমেছে ৪০%, আর বাংলায় বেড়েছে ৪২%! বাণিজ্য সম্মেলনে বাংলার জয়গান মমতার