Savings Plan: সন্তানের ভবিষ্যৎ হোক সুরক্ষিত, জেনে নিন সেরা কিছু সেভিংস প্ল্যানের বিষয়ে এক নজরে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ফিনান্সিয়াল অ্যাডভাইজার মমতা গোদিয়াল (Mamta Godiyal) কয়েকটি বেস্ট চাইল্ড ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা উল্লেখ করেছেন।
#কলকাতা: একজন শিশু পরিবারের সকলের মুখে ফুটিয়ে তোলে হাসি। তাই শিশু জন্মানোর পর তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব সেই পরিবারের। শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য দরকার সঠিক জায়গায় সঠিক বিনিয়োগ। ফিনান্সিয়াল অ্যাডভাইজার মমতা গোদিয়াল (Mamta Godiyal) কয়েকটি বেস্ট চাইল্ড ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা উল্লেখ করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল সেভিংস প্ল্যান।
গ্যারান্টেড ফান্ড (Guaranteed Funds)-
বিনিয়োগ করা ক্ষেত্রে এটি সব থেকে একটি সুরক্ষিত প্ল্যান। এর মাধ্যমে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ধরনের ফান্ডে মাঝারি সময় অথবা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা যায়। লম্বা সময় ধরে বিনিয়োগ করার ফলে একটা ভালো রিটার্ন পাওয়া সম্ভব হয়। শিশু জন্মানোর পরেই যদি এই ধরনের ফান্ডে বিনিয়োগ করা শুরু করা যায় তাহলে ভবিষ্যতে উপকার পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: Panchang|| পঞ্জিকা ১৬ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
এক নজরে দেখে নেওয়া যাক কী কী ধরনের গ্যারান্টেড ফান্ড রয়েছে-
- সেভিংস অ্যাকাউন্ট
- ফিক্সড ডিপোজিট
- ৫ বছর পর্যন্ত জমা যোজনা
- রেকারিং ডিপোজিট
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
advertisement
- সুকন্যা সমৃদ্ধি যোজনা
- মাসিক পোস্ট অফিস স্কিম
- পিপিএফ
নন-গ্যারান্টেড ফান্ড (Non-Guaranteed Funds)-
বিনিয়োগ করার ক্ষেত্রে এটি সব থেকে সুরক্ষিত প্ল্যান নয়। এই ধরনের ফান্ডে বিনিয়োগের টাকা সুরক্ষিত থাকে না। কিন্তু এই ধরনের ফান্ডে বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি ঝুঁকি নিয়ে লম্বা সময়ের জন্য এই ধরনের ফান্ডে বিনিয়োগ করে তাহলে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ফান্ডে বিনিয়োগের টাকা শেয়ার বাজারে খাটানো হয় বলে একটা ঝুঁকি থেকে যায়। কারণ বাজারের ওঠানামার ওপর এটি নির্ভর করে। কিন্তু লম্বা সময়ের জন্য এখানে বিনিয়োগ করতে পারলে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেতে পারে।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কী কী ধরনের নন-গ্যারান্টেড ফান্ড রয়েছে -
- ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যান
- মিউচুয়াল ফান্ড
- গোল্ড সেভিংস প্ল্যান
- ফিজিক্যাল গোল্ড মেটাল
- রিয়েল এস্টেট
বিনিয়োগ করার আগে এই বিষয়গুলির ওপর নজর দেওয়া উচিত-
- প্রথমেই সেই ফান্ড সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার
advertisement
- নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট রাশি অনুযায়ী বিনিয়োগ করা দরকার
- প্রয়োজন অনুযায়ী ফান্ড বেছে নেওয়া দরকার
- ফান্ডের ইতিহাস এবং মার্কেট ভ্যালু ও রিপোর্ট জেনে বিনিয়োগ করা দরকার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 7:40 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Savings Plan: সন্তানের ভবিষ্যৎ হোক সুরক্ষিত, জেনে নিন সেরা কিছু সেভিংস প্ল্যানের বিষয়ে এক নজরে!