পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলে হবেন লাভবান, মিলবে বেশি রিটার্ন

Last Updated:

অ্যাকাউন্ট হোল্ডাররা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আরডি, পিএফ, এনএসসি সংক্রান্ত সমস্ত বাড়িতে বসেই করতে পারবেন ৷

#নয়াদিল্লি: করোনার জেরে যে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে, তাতে বেশি অঙ্কের টাকা সেভিংস করা প্রায় বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব নয় ৷ তবে এর মানে এটাও নয় যে একদমই কোনও সেভিংস করা যাবে না ৷ আপনিও যদি অল্প অল্প সেভিংসের মাধ্যমে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান পোস্ট অফিসের সেভিংস স্কিমে (Post Office saving Schemes) অবশ্যই ইনভেস্ট করুন ৷ পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলে মিলবে একাদিক লাভ ৷ সরকারি গ্যারেন্টি হওয়ার কারণে এই স্কিমে ইনভেস্ট করলে রিস্ক কম থাকে ৷ পাশাপাশি ভাল রিটার্নও পাওয়া যায় ৷
এখন আবার পোস্ট অফিসে যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তারা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারবেন ৷ সেভিংস অ্যাকাউন্টের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা থাকায় পোস্ট অফিসের কোটি কোটি গ্রাহকরা এখনও বাড়িতে বসেই কাজ সেরে ফেলতে পারবেন ৷ এখানে অ্যাকাউন্ট হোল্ডার বাড়িতে বসে যে কাউকে টাকা পাঠাতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করতে পারবেন ৷ এর পাশাপাশি অ্যাকাউন্ট হোল্ডাররা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আরডি, পিএফ, এনএসসি সংক্রান্ত সমস্ত বাড়িতে বসেই করতে পারবেন ৷
advertisement
নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা ব্যবহার করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷ এর জন্য সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, KYC সংক্রান্ত ডকুমেন্ট, অ্যাক্টিভ এটিএম কার্ড, অ্যাকাউন্ট থেকে মোবাইল নম্বর লিঙ্ক থাকা দরকার, অ্যাকাউন্ট থেকে ই-মেল আইডি রেজিস্টার্ড থাকতে হবে, অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷
advertisement
প্রত্যেক তিন মাসে অর্থমন্ত্রকের তরফে এই স্কিমে সুদের হার রিভাইজ করা হয়ে থাকে ৷ এরপর নোটিফিকেশন জারি করে এই বিষয়ে জানানো হয় ৷ এই নিয়ে লাগাতার তৃতীয় ত্রৈমাসিক যেখানে স্মল সেভিংস স্কিমের সুদের হারে কোনও বদল করা হয়নি ৷
advertisement
>>৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে মিলবে ৭.৪ শতাংশ সুদের হার ৷ এই স্কিমে ত্রৈমাসিক আধারে সুদ দেওয়া হয়ে থাকে ৷ সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ ৷
>>সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ পাওয়া যায় ৷
>>কিষাণ বিকাশ পত্রে ৬.৯ শতাংশ সুদ মিলবে ৷
>>১ থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটে ৫.৫ থেকে ৬.৭ শতাংশ সুদ মিলছে ৷
advertisement
>>এছাড়া ৫ বছরের রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
>>ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৬.৮ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
>>পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলে হবেন লাভবান, মিলবে বেশি রিটার্ন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement