সাশ্রয়ী প্রযুক্তি একেই বলে, এক নজরে দেখে নিন বেশি মাইলেজের হিরো-র সেরা বাইক!

Last Updated:

হিরোর বাইক সহজেই বেশি মাইলেজ প্রদান করতে পারে। এই বাইকে তেলের সাশ্রয় করা সম্ভব।

#নয়াদিল্লি: বর্তমানে ক্রমাগত পাল্লা দিয়ে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এর ফলে বাইক চালানো খুবই কষ্টকর হয়ে উঠেছে। তাই এক নজরে দেখে নেওয়া যাক বেশি মাইলেজ দেওয়া হিরো কোম্পানির সবথেকে ভাল কয়েকটি বাইক। হিরোর এই বাইকে রয়েছে আধুনিক ও উন্নত ফিচার। সবথেকে গুরুত্বপূর্ণ হল হিরোর এই বাইকগুলোতে রয়েছে বেশি মাইলেজ। ১ লিটার তেলে হিরোর এই বাইকের সাহায্যে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। হিরো ভারতের একটি খুবই জনপ্রিয় কোম্পানি। বাজেটের মধ্যে হিরো কোম্পানির বিভিন্ন ধরনের বাইক রয়েছে। সেই সকল বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং গিয়ারবক্স। এর ফলে হিরোর বাইক সহজেই বেশি মাইলেজ প্রদান করতে পারে। এই বাইকে তেলের সাশ্রয় করা সম্ভব।
হিরো সুপার স্প্লেনডার -
হিরোর এই বাইকে রয়েছে ১২৪.৭ সিসি ইঞ্জিন যা ১০.৮ পিএস এবং ১০.৬ এনএম টর্ক জেনারেট করার ক্ষমতা রাখে। ১২৫ সিসির এই বাইক প্রায় ৮০ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। হিরোর এই বাইকের দাম প্রায় ৭৩,৬৯৬ টাকা। এর ফলে কম পেট্রোলে এই বাইক অনেক দূর পর্যন্ত যাওয়া যায়।
advertisement
advertisement
হিরো এইচএফ ডিলাক্স -
হিরোর এই বাইকে রয়েছে বিএস৬ ইঞ্জিন। এটি দাম সকলের বাজেটের মধ্যে। হিরোর এই বাইকের দাম ৫২,০৩৭ টাকা থেকে শুরু। এই বাইকের মাইলেজ হল লিটার প্রতি ৮৩ কিমি। এই বাইকে রয়েছে ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন। এটি একটি স্টাইলিশ মডেলের বাইক। এই বাইক হল কম্পিউটার সেগমেন্টের সবথেকে সফল বাইক।
advertisement
হিরো স্প্লেনডার প্লাস -
হিরোর এই বাইকটি হল ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া কম্পিউটারড বাইক। এই বাইকে রয়েছে ৯৭.২ সিসি ইঞ্জিন, যা ৮ পিএস এবং ৮.০৫ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। হিরোর এই বাইক ভারতে তিন ধরনের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই বাইকে রয়েছে অ্যালোয় হুইলের সঙ্গে কিক, অ্যালোয় হুইলের সঙ্গে সেলফ স্টার্ট। হিরোর এই বাইকের মাইলেজ লিটার প্রতি ৮০.৬ কিমি। হিরোর এই বাইকের দাম ৬৩,৮৬৪ টাকা।
advertisement
হিরো প্যাশন প্রো বিএস৬ -
হিরো প্যাশন প্রো বিএস৬ ভারতে একটি খুবই জনপ্রিয় মডেলের বাইক। এই বাইকের মাইলেজ হল লিটার প্রতি ৭০ কিমি। এই বাইকে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স, অটো সেল। হিরোর এই বাইকে রয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই বাইকের দাম শুরু ৬৯,৬৯৮ টাকা থেকে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাশ্রয়ী প্রযুক্তি একেই বলে, এক নজরে দেখে নিন বেশি মাইলেজের হিরো-র সেরা বাইক!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement