Success Story: ১৩ চাকরির সুযোগ ছাড়েন, বাবা মায়ের অমতে হৃদয়ের ডাকে সাড়া দিয়েই ২১ বছর বয়সি তরুণীর বেতন ২০ লক্ষ টাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: এখন ২১ বছর বয়সি ওই তরুণী বছরে বেতন পাচ্ছেন ২০ লক্ষ টাকা
এক তথ্যপ্রযুক্তি কর্মীর সাফল্য চমকে দেওয়ার মতোই। বেঙ্গালুরুর ওই তরুণী মোট ১৩ টি সংস্থায় চাকরির সুযোগ ছেড়েছেন। টিসিএস, ইনফোসিস, উইপ্রো-সহ নামীদামি বহুজাতিক সংস্থা তাঁকে লোভনীয় পে প্যাকেজ দিয়েছিল। বছরে ১৭ লক্ষ টাকা পর্যন্ত বেতনের অফার ছিল তাঁর কাছে। কিন্তু তিনি তাঁর হৃদয়ের ডাকে সাড়া দেন। চাকরিতে যোগ দেওয়ার পরিবর্তে বেছে নেন ইন্টার্নশিপ। এখন ২১ বছর বয়সি ওই তরুণী বছরে বেতন পাচ্ছেন ২০ লক্ষ টাকা।
সংবাদমাধ্যমে রীতি জানিয়েছেন পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। লোভনীয় বেতন প্রত্যাখ্যান করে ওয়ালমার্টে শিক্ষানবিশ হিসেবে থাকার সিদ্ধান্ত নেন। ৬ মাসে তিনি বৃত্তি পান ৮৫ হাজার টাকা।
advertisement
রীতির কথায়, ‘‘ওয়ালমার্টে ইন্টার্নশিপের সুযোগ পেয়ে আমি খুব খুশি ছিলাম। সেখানে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত ছিলাম।’’ আরও জানান তাঁর এই সিদ্ধান্তে সহমত ছিলেন না বাবা মা। পাশে ছিলেন শুধু বোন।
advertisement
বাবা মায়ের বিরুদ্ধে গিয়েই চাকরিতে যোগ না দিয়ে ইন্টার্নশিপ শুরু করেন রীতি। শিক্ষানবিশির ৬ মাস পর চাকরিতে যোগ দেন রীতি। মাত্র ২১ বছর বয়সেই তিনি বার্ষিক বেতন পাচ্ছেন ২০ লক্ষ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 10:28 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ১৩ চাকরির সুযোগ ছাড়েন, বাবা মায়ের অমতে হৃদয়ের ডাকে সাড়া দিয়েই ২১ বছর বয়সি তরুণীর বেতন ২০ লক্ষ টাকা