Bengaluru Airport removes Hindi: হিন্দি ভাষার ব্যবহার বন্ধ ডিসপ্লে বোর্ডে ! বেঙ্গালুরু বিমানবন্দরের এই সিদ্ধান্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bengaluru Airport removes Hindi from display boards: এখন থেকে শুধুমাত্র ইংরেজি এবং কন্নড় ভাষাই দেখা যাবে বেঙ্গালুরু বিমানবন্দরের ডিসপ্লে বোর্ড এবং বাকি সব জায়গাতেই ৷ এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় ৷
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সরানো হল হিন্দি ভাষার ব্যবহার ৷ অর্থাৎ এখন থেকে শুধুমাত্র ইংরেজি এবং কন্নড় ভাষাই দেখা যাবে বিমানবন্দরের ডিসপ্লে বোর্ড এবং বাকি সব জায়গাতেই ৷ এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় ৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভাইরাল হওয়া এই ভিডিওটিতে অনেক প্রশ্নই এখন সামনে উঠে আসছে ৷
এই সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করেছেন ৷ কন্নড় ভাষা প্রচারের একটি পদক্ষেপ হিসাবে এবং আঞ্চলিক পরিচয় প্রতিষ্ঠার জন্য এটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন তাঁরা ৷ আবার অনেকে মনে করেন হিন্দি, ভারতের সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত ভাষা, তাই সেই ভাষার পুরোপুরি অপসারণ করা সঠিক সিদ্ধান্ত নয় বলেই মনে করেন তাঁরা ৷
advertisement
advertisement
নেটিজেনদের দাবি অনুযায়ী বেঙ্গালুরু বিমানবন্দরে সমস্ত সাইনবোর্ড থেকে হিন্দি সরিয়ে ফেলেছে, কেবল কন্নড় এবং ইংরেজি রেখে। এই পদক্ষেপটি সোশ্যাল মিডিয়ায় এখন বিতর্কের সৃষ্টি করেছে। X-এ ব্যাপকভাবে শেয়ার করা একাধিক ভিডিও দাবি করেছে যে বেঙ্গালুরু বিমানবন্দরের সাইনবোর্ডগুলি ইংরেজি এবং কন্নড় ভাষায় এখন ফ্লাইটের সময়সূচি প্রদর্শন করছে।
Hindi is removed in digital display boards of Kempegowda International airport in Bengaluru.
Kannada & English.#Kannadigas are resisting Hindi imposition.
This is a really good development ! 👌#StopHindiImposition#TwoLanguagePolicypic.twitter.com/Ll98yTOdbU
— ಚಯ್ತನ್ಯ ಗವ್ಡ (@Ellarakannada) April 12, 2025
advertisement
একটি ভিডিওতে ইংরেজি এবং কন্নড় ভাষায় ফ্লাইটের অ্যারাইভাল এবং ডিপার্চার দেখানো হয়েছে।আরেকটি ভিডিওতে বিমানবন্দরের একটি টার্মিনাল গেটে কন্নড় ভাষায় লেখা দেখানো হয়েছে। সেখানে কমেন্টে একজন লিখেছেন, ‘‘আপনি কি মনে করেন শুধুমাত্র যারা ইংরেজি এবং কন্নড় জানে তারাই বেঙ্গালুরুতে আসেন? মেট্রো স্টেশনে হিন্দি না থাকা বোঝা যায়, কিন্তু বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনে অবশ্যই থাকা উচিত ৷ ’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 3:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengaluru Airport removes Hindi: হিন্দি ভাষার ব্যবহার বন্ধ ডিসপ্লে বোর্ডে ! বেঙ্গালুরু বিমানবন্দরের এই সিদ্ধান্তে তোলপাড় সোশ্যাল মিডিয়া