#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী আবাস যোজনা এমন একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য হল-- গরিব বা দুঃস্থদের মাথার উপর ছাদের সংস্থান করা। অর্থনৈতিক ভাবে দুর্বল বিভাগ, নিম্ন আয় গোষ্ঠী এবং মধ্যবিত্ত আয় গোষ্ঠী – এই তিনটি বিভাগ এই প্রকল্পের আওতায় সুবিধা ভোগ করতে পারেন। আগে এই প্রকল্প শুধুমাত্র আর্থনৈতিক ভাবে দুর্বল বিভাগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী কালে কেন্দ্রীয় সরকার দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে।
আরও পড়ুন: ভারতে কত ধরনের ক্রেডিট কার্ড পাওয়া যায় এবং সেগুলি কী কী?
এ বার দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনার বৈশিষ্ট্য--
এ বার দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কারা কী কী সুবিধা পাবেন--
আরও পড়ুন: এডুকেশন লোনের জন্য কী ভাবে আবেদন করতে হবে? প্রক্রিয়াগুলি দেখে নিন একনজরে--
অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস (EWS):
যাঁদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা বা তার কম, তাঁদের অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস বিভাগে রাখা হয়েছে। এঁদের ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকির সুবিধা দেওয়া হয়।
নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি (LIG):
যাঁদের বার্ষিক আয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি (LIG) বিভাগে রাখা হয়েছে। এঁদেরও ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকির সুবিধা দেওয়া হয়।
মধ্য আয় গোষ্ঠী ১ বা এমআইজি ১ (MIG I):
যাঁদের বার্ষিক আয় ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের মধ্য আয় গোষ্ঠী ১ বা এমআইজি ১ (MIG I) বিভাগে রাখা হয়েছে। এঁদের ২০ বছরের জন্য ৯ লক্ষ টাকা লোনের সুদে ৪ শতাংশ সাবসিডি বা ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ সুদের হার ৯ শতাংশ হলে গ্রাহককে ৫ শতাংশ হারে টাকা মেটাতে হবে। কারণ বাকি ৪ শতাংশ ভর্তুকি হিসেবে কেন্দ্র মেটাবে।
মধ্য আয় গোষ্ঠী ২ বা এমআইজি ২ (MIG II):
যাঁদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের মধ্য আয় গোষ্ঠী ২ বা এমআইজি ২ (MIG II) বিভাগে রাখা হয়েছে। এঁদেরও ২০ বছরের জন্য ৯ লক্ষ টাকা লোনের সুদে ৪ শতাংশ সাবসিডি বা ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ, সুদের হার ৯ শতাংশ হলে গ্রাহককে ৫ শতাংশ হারে টাকা মেটাতে হবে। কারণ বাকি ৪ শতাংশ ভর্তুকি হিসেবে মেটাবে কেন্দ্র।
এছাড়াও এসসি (SC), এসটি (ST) এবং ওবিসি (OBC) শ্রেণির মানুষজন এবং ইডব্লিউএস (EWS) এবং এলআইজি (LIG)-র অন্তর্ভুক্ত মহিলারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সুবিধা পাবেন।
আর পড়ুন: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে কত হল
তবে মনে রাখতে হবে, ১। প্রধানত অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস, নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি এবং মধ্য আয় গোষ্ঠী ১ বা এমআইজি ১ এই প্রকল্পের সুবিধে পেয়ে থাকেন। ২। এই প্রকল্পের অধীনে অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস বিভাগ সম্পূর্ণ সাহায্য পায়। নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি বিভাগে শুধুমাত্র লিঙ্ক সাবসিডি স্কিমের সুবিধে মেলে। ৩। অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস, নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি স্কিমের সুবিধে পেতে হলে বার্ষিক আয়ের প্রমাণপত্র বা হলফনামা জমা দিতে হবে। আবেদনের সময় পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণও জমা দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।