করোনার জন্য বিশেষ বিমা পলিসি ‘করোনা কবচ’, দেখে নিন কীভাব মিলবে সুবিধা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
RDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ জানা গিয়েছে, পলিসিটি বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে ৷
#নয়াদিল্লি: বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে করোনা কবচ বিমা পলিসি (Corona Kavach insurance Policy) ৷ করোনা ভাইরাস মহামারির কথা মাথায় রেখেই প্রায় সমস্ত সাধারণ ও স্বাস্থ্য বিমা সংস্থাগুলি এই পলিসি ১০ জুলাই চালু করেছে ৷
সাড়ে ৩ মাস থেকে সাড়ে ৯ মাসের জন্য এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ পলিসি হোল্ডারের চিকিৎসার খরচ হিসেবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ IRDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ জানা গিয়েছে, পলিসি বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে ৷ এবং বেশিরভাগ মানুষ এই পলিসি করানোর জন্য আগ্রহ দেখিয়েছেন ৷
advertisement
জানা গিয়েছে, পলিসি বাজার ওয়েবসাইটে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকায় এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ বেশিরভাগ অল্পবয়সি বা মধ্যবয়সিরা এই বিমা করাচ্ছেন ৷ মাসে ন্যূনতম ২০৮ টাকার প্রিমিয়ামে এই পলিসি নেওয়া যেতে পারে, যা বেশ অনেকটাই সস্তা ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক ও দিল্লি এনসিআর-এর মানুষ এতে বেশি আগ্রহ দেখাচ্ছেন ৷ করোনা কবচ নামে এই পলিসি নিজের পাশাপাশি, স্বামী বা স্ত্রী, বাবা-মা, শ্বশুর শাশুড়ি, ২৫ বছরের কম নির্ভরশীল সন্তানদের জন্য নেওয়া যেতে পারে ৷
advertisement
advertisement
বেসিক কভারে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার বিমা করা যেতে পারে ৷ এই কভার সাড়ে ৩ মাস, সাড়ে ৬ মাস ও সাড়ে ৯ মাসের জন্য নেওয়া যেতে পারে ৷ এর মধ্যে ওয়েটিং পিরিয়ডও সামিল রয়েছে ৷ যোজনা অনুযায়া ১৮ থেকে ৬৫ বছরের যে কোনও ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন ৷
advertisement
সীমিত সময়ের এই বিমার পলিসির প্রিমিয়াম একবারই দিতে হবে ৷ এই যোজনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার সময়ের খরচও অন্তর্ভুক্ত থাকবে ৷ তবে সেই সময় কোনও চিকিৎসকে আপনার চিকিৎসা করতে হবে ৷ Pulse oximeter, Oxygen Cylinder, Nebulizer-র সমস্ত খরচ দেবে এই পলিসি ৷ হাসপাতালে ভর্তি হলে পলিসি হোল্ডারের ১০০ শতাংশ টাকা দিয়ে দেওয়া হবে ৷ কোভিড-১৯ পজিটিভ হলে কমপক্ষে ৩ দিন হাসপাতালে থাকা বাধ্যতামূলক ৷ একবার পলিসি ক্লেম করলে নিজে থেকেই পলিসি বন্ধ হয়ে যাবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2020 8:25 AM IST