করোনার জন্য বিশেষ বিমা পলিসি ‘করোনা কবচ’, দেখে নিন কীভাব মিলবে সুবিধা

Last Updated:

RDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ জানা গিয়েছে, পলিসিটি বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে করোনা কবচ বিমা পলিসি (Corona Kavach insurance Policy) ৷ করোনা ভাইরাস মহামারির কথা মাথায় রেখেই প্রায় সমস্ত সাধারণ ও স্বাস্থ্য বিমা সংস্থাগুলি এই পলিসি ১০ জুলাই চালু করেছে ৷
সাড়ে ৩ মাস থেকে সাড়ে ৯ মাসের জন্য এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ পলিসি হোল্ডারের চিকিৎসার খরচ হিসেবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ IRDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ জানা গিয়েছে, পলিসি বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে ৷ এবং বেশিরভাগ মানুষ এই পলিসি করানোর জন্য আগ্রহ দেখিয়েছেন ৷
advertisement
জানা গিয়েছে, পলিসি বাজার ওয়েবসাইটে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকায় এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ বেশিরভাগ অল্পবয়সি বা মধ্যবয়সিরা এই বিমা করাচ্ছেন ৷ মাসে ন্যূনতম ২০৮ টাকার প্রিমিয়ামে এই পলিসি নেওয়া যেতে পারে, যা বেশ অনেকটাই সস্তা ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক ও দিল্লি এনসিআর-এর মানুষ এতে বেশি আগ্রহ দেখাচ্ছেন ৷ করোনা কবচ নামে এই পলিসি নিজের পাশাপাশি, স্বামী বা স্ত্রী, বাবা-মা, শ্বশুর শাশুড়ি, ২৫ বছরের কম নির্ভরশীল সন্তানদের জন্য নেওয়া যেতে পারে ৷
advertisement
advertisement
বেসিক কভারে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার বিমা করা যেতে পারে ৷ এই কভার সাড়ে ৩ মাস, সাড়ে ৬ মাস ও সাড়ে ৯ মাসের জন্য নেওয়া যেতে পারে ৷ এর মধ্যে ওয়েটিং পিরিয়ডও সামিল রয়েছে ৷ যোজনা অনুযায়া ১৮ থেকে ৬৫ বছরের যে কোনও ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন ৷
advertisement
সীমিত সময়ের এই বিমার পলিসির প্রিমিয়াম একবারই দিতে হবে ৷ এই যোজনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার সময়ের খরচও অন্তর্ভুক্ত থাকবে ৷ তবে সেই সময় কোনও চিকিৎসকে আপনার চিকিৎসা করতে হবে ৷ Pulse oximeter, Oxygen Cylinder, Nebulizer-র সমস্ত খরচ দেবে এই পলিসি ৷ হাসপাতালে ভর্তি হলে পলিসি হোল্ডারের ১০০ শতাংশ টাকা দিয়ে দেওয়া হবে ৷ কোভিড-১৯ পজিটিভ হলে কমপক্ষে ৩ দিন হাসপাতালে থাকা বাধ্যতামূলক ৷ একবার পলিসি ক্লেম করলে নিজে থেকেই পলিসি বন্ধ হয়ে যাবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনার জন্য বিশেষ বিমা পলিসি ‘করোনা কবচ’, দেখে নিন কীভাব মিলবে সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement