করোনার জন্য বিশেষ বিমা পলিসি ‘করোনা কবচ’, দেখে নিন কীভাব মিলবে সুবিধা

Last Updated:

RDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ জানা গিয়েছে, পলিসিটি বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে করোনা কবচ বিমা পলিসি (Corona Kavach insurance Policy) ৷ করোনা ভাইরাস মহামারির কথা মাথায় রেখেই প্রায় সমস্ত সাধারণ ও স্বাস্থ্য বিমা সংস্থাগুলি এই পলিসি ১০ জুলাই চালু করেছে ৷
সাড়ে ৩ মাস থেকে সাড়ে ৯ মাসের জন্য এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ পলিসি হোল্ডারের চিকিৎসার খরচ হিসেবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ IRDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ জানা গিয়েছে, পলিসি বাজারে আসতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে ৷ এবং বেশিরভাগ মানুষ এই পলিসি করানোর জন্য আগ্রহ দেখিয়েছেন ৷
advertisement
জানা গিয়েছে, পলিসি বাজার ওয়েবসাইটে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকায় এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ বেশিরভাগ অল্পবয়সি বা মধ্যবয়সিরা এই বিমা করাচ্ছেন ৷ মাসে ন্যূনতম ২০৮ টাকার প্রিমিয়ামে এই পলিসি নেওয়া যেতে পারে, যা বেশ অনেকটাই সস্তা ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক ও দিল্লি এনসিআর-এর মানুষ এতে বেশি আগ্রহ দেখাচ্ছেন ৷ করোনা কবচ নামে এই পলিসি নিজের পাশাপাশি, স্বামী বা স্ত্রী, বাবা-মা, শ্বশুর শাশুড়ি, ২৫ বছরের কম নির্ভরশীল সন্তানদের জন্য নেওয়া যেতে পারে ৷
advertisement
advertisement
বেসিক কভারে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার বিমা করা যেতে পারে ৷ এই কভার সাড়ে ৩ মাস, সাড়ে ৬ মাস ও সাড়ে ৯ মাসের জন্য নেওয়া যেতে পারে ৷ এর মধ্যে ওয়েটিং পিরিয়ডও সামিল রয়েছে ৷ যোজনা অনুযায়া ১৮ থেকে ৬৫ বছরের যে কোনও ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন ৷
advertisement
সীমিত সময়ের এই বিমার পলিসির প্রিমিয়াম একবারই দিতে হবে ৷ এই যোজনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার সময়ের খরচও অন্তর্ভুক্ত থাকবে ৷ তবে সেই সময় কোনও চিকিৎসকে আপনার চিকিৎসা করতে হবে ৷ Pulse oximeter, Oxygen Cylinder, Nebulizer-র সমস্ত খরচ দেবে এই পলিসি ৷ হাসপাতালে ভর্তি হলে পলিসি হোল্ডারের ১০০ শতাংশ টাকা দিয়ে দেওয়া হবে ৷ কোভিড-১৯ পজিটিভ হলে কমপক্ষে ৩ দিন হাসপাতালে থাকা বাধ্যতামূলক ৷ একবার পলিসি ক্লেম করলে নিজে থেকেই পলিসি বন্ধ হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনার জন্য বিশেষ বিমা পলিসি ‘করোনা কবচ’, দেখে নিন কীভাব মিলবে সুবিধা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement