Belated ITR: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটা অবশ্যই করুন, নাহলে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ছিল ৩১ জুলাই ২০২৪। তবে অনেকেই এই সময়ের মধ্যে আইটিআর জমা দিতে পারেননি। তাঁদের লেট ফি দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে আয়কর বিভাগ।
কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য যাঁরা এখনও আয়কর রিটার্ন দাখিল করেননি, করতে ভুলে গিয়েছেন, তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে লেট ফি দিয়ে বিলম্বিত আইটিআর দাখিল করতে হবে। নাহলে সমস্যায় পড়তে হতে পারে।
আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ছিল ৩১ জুলাই ২০২৪। তবে অনেকেই এই সময়ের মধ্যে আইটিআর জমা দিতে পারেননি। তাঁদের লেট ফি দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে আয়কর বিভাগ। আয়কর আইনের ধারা 234F অনুযায়ী জরিমানা দিতে হবে।
বছরে ৫ লাখ টাকা বা তার কম আয়ের ক্ষেত্রে বিলম্বিত আইটিআরে ১০০০ টাকা ফি দিতে হবে। আর আয় যদি ৫ লাখ টাকার বেশি হয়, তাহলে লেট ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা। আর যদি কেউ ৩১ ডিসেম্বরের মধ্যেও আইটিআর দাখিল না করেন, তাহলে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে। সঙ্গে আইনি পদক্ষেপও নিতে পারে আয়কর বিভাগ।
advertisement
advertisement
আয়কর রিটার্ন দাখিল না করলে কী হবে? আর্থিক বিশেষজ্ঞরা তিন রকমের সমস্যায় পড়তে হতে পারে বলে জানাচ্ছেন। প্রথমত, রিটার্ন দাখিল না করলে আয়কর বিভাগ নোটিস পাঠাতে পারে। সেক্ষেত্রে যে কোনও রকমের আইনি পদক্ষেপের জন্য তৈরি থাকতে হবে। দ্বিতীয়ত, ক্রেডিট স্কোরে খারাপ প্রভাব পড়তে পারে। তখন লোন পাওয়া কঠিন হয়ে যাবে। তৃতীয়ত, ভিসা প্রসেসিং, ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে।
advertisement
এখন কেউ যদি ৩১ ডিসেম্বরের মধ্যে আইটিআর ফাইল না করেন, তাহলে ১০ হাজার টাকা জরিমানা তো হবেই, বার্ষিক ৫ লাখ টাকা বা তার বেশি আয় হলে করদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। অনলাইনেই বিলেটেড আইটিআর দাখিল করা যায়। দাখিল করা আয়কর রিটার্নে সংশোধন করতে চাইলেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে করদাতাকে।
advertisement
বলে রাখা ভাল, ইনকাম ট্যাক্স রিটার্নে কোনও ভুলের কারণে যদি নোটিফিকেশন দেওয়া হয়, তবে আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯(৫) অনুযায়ী সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে পারেন করদাতা। তবে ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে দাখিল করতে হবে। উল্লেখ্য, সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করার করার ক্ষেত্রে কোনও জরিমানা বা ফি দিতে হয় না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 7:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Belated ITR: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটা অবশ্যই করুন, নাহলে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে