নতুন গোলাপি WhatsApp? এক্সট্রা ফিচারের ফাঁদে পড়লেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় নেবে না!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই ভার্সন ইনস্টল করলে হ্যাকাররা ইউজার এবং তাঁর কন্টাক্টের বাকিদেরও ট্র্যাক করতে পারে, হাতিয়ে নিতে পারে ব্যক্তিগত তথ্য।
মুম্বই: WhatsApp যদি নিজেকে নতুন রঙে সাজাতে চায়, তাহলে আপত্তির কী আছে পুলিশের? এত দিন পর্যন্ত তো কতশত ফিচার এসেছে WhatsApp-এ, সে সব নিয়ে তো কোনও দিন পুলিশের তরফে সচেতনতা প্রচারের দরকার পড়েনি। এবার তাহলে মুম্বই পুলিশ সবাইকে সচেতন করে ট্যুইট করছে কেন?
কারণটা অনুমান করতে বেশি সময় লাগার কথা নয়। সোজাসাপটা ব্যাপার- WhatsApp গোলাপি হবে না, সে সবুজই থাকবে!
সম্প্রতি মুম্বই পুলিশের তরফে পোস্ট করা এক ট্যুইট সোশ্যাল মিডিয়াকে নাড়া দিয়েছে। সেই ট্যুইটে উঠে এসেছে WhatsApp Pink নামে অ্যাপের এক ভার্সনের কথা। পুলিশ জানিয়েছে যে সাইবার প্রতারণার বাজারে এটি নতুন এক কৌশল। হ্যাকাররা অনেক এক্সট্রা ফিচার সহ WhatsApp Pink-এর লিঙ্ক পাঠাচ্ছে ইউজারদের, তা ইনস্টল করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে সময় লাগবে না।
advertisement
advertisement
মুম্বই পুলিশ জানিয়েছে যে এই WhatsApp Pink-এর লিঙ্ক অ্যাকাউন্ট আপডেটের নামে ক্রমশ ছড়িয়ে পড়ছে এক ফোন থেকে অন্যতে। এই ভার্সন ইনস্টল করলে হ্যাকাররা ইউজার এবং তাঁর কন্টাক্টের বাকিদেরও ট্র্যাক করতে পারে, হাতিয়ে নিতে পারে ব্যক্তিগত তথ্য। অতএব, সাবধান হওয়ার দরকার আছে।
advertisement
*… WHATSAPP PINK -A Red Alert For Android Users …*'
*… व्हॉट्सॲप पिंक Android वापरकर्त्यांसाठी रेड अलर्ट …*
*…व्हाट्सएप गुलाबी (पिंक) Android उपयोगकर्ताओं के लिए एक रेड अलर्ट…*#CyberSafeMumbai
REGARDS,
NORTH REGION CYBER POLICE STATION,
CRIME BRANCH, CID, MUMBAI pic.twitter.com/viTbVrcWrn— NORTH REGION CYBER POLICE CRIME WING (@north_mum) June 16, 2023
advertisement
কথা হল, কেউ যদি ভুল করে এই এই WhatsApp Pink ভার্সন ডাউলোড করে ফেলেন? তখন কী করা উচিত?
এক্ষেত্রে সবার প্রথমে যেতে হবে ফোনের সেটিংস-এ। সেখান থেকে অ্যাপ-এ গিয়ে WhatsApp Pink খুঁজে বের করে সত্বর আনইনস্টল করে দিতে হবে।
আর সব সময়েই সতর্ক থাকার জন্য অচেনা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করা, ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে ভাগ করা বন্ধ করতে পারে। সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকার এটাই একমাত্র উপায়।
advertisement
সে না হয় হল। কিন্তু যাঁরা WhatsApp-এ এই গোলাপি ভার্সন ডাউনলোড করার লিঙ্ক পাচ্ছেন, তাঁদের কী কর্তব্য?
তাঁদের উচিত যে নম্বর থেকে লিঙ্ক এসেছে, সেটা রিপোর্ট করে ব্লক করে দেওয়া, তাতে করে কিছুটা হলেও প্রতারণার জাল কাটা যাবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 3:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন গোলাপি WhatsApp? এক্সট্রা ফিচারের ফাঁদে পড়লেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় নেবে না!