এবার বিনা কোনও বটন প্রেস করে ATM থেকে তুলতে পারবেন টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নতুন মেশিনে ফোনের মাধ্যমে QR কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন গ্রাহকরা ৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ দেশের একাধিক বড় ব্যাঙ্ক কনট্যাক্টলেস এটিএম মেশিন (Con-tactless ATM Machine) লাগানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এটিএম টেকনোলজির উপর কাজ করছে যে সংস্থা (AGS Transact Technologies) তারা নতুন মেশিন ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ৷ নতুন মেশিনে ফোনের মাধ্যমে QR কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন গ্রাহকরা ৷
ইংরেজি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বর্তমান এটিএম কার্ডের চিপে গ্রাহকদের সমস্ত ডেটা থাকে ৷ এটিএম মেশিনে পিন নম্বর দিতেই তারা ডেটা চেক করে এবং এরপর গ্রাহকদের টাকা তুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয় ৷
এবার কনট্যাক্টলেস এটিএম মেশিন নিয়ে আসতে চলেছে ব্যাঙ্ক ৷ নতুন মেশিন ছোঁয়ার কোনও দরকার পড়বে না গ্রাহকদের ৷ মোবাইল ফোনের মাধ্যমে QR কোড স্ক্যান করে টাকার অ্যামাউন্ট দিলেই ক্যাশ বেরিয়ে আসবে ৷
advertisement
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে QR কোডের মাধ্যমে ক্যাশ তোলা অনেক বেশি সুরক্ষিত এবং সহজ ৷ পাশাপাশি কার্ড ক্লোনিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায় মাত্র ২৫ সেকেন্ডে টাকা মেশিন থেকে টাকা পেয়ে যাবেন গ্রাহকরা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2020 4:04 PM IST