তিন ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণায় চাকরি হারানোর আতঙ্কে কর্মীরা ! অ্যাকাউন্ট বন্ধ করতে চান গ্রাহকরাও

Last Updated:
#নয়াদিল্লি: মিশে যেতে চলেছে ভারতের তিন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক- ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক ৷ যা হতে চলেছে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক ৷ সোমবার এই কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করার পর দুশ্চিন্তা বেড়েছে ব্যাঙ্কের কর্মী এবং গ্রাহকদের মধ্যেও ৷ এই তিন ব্যাঙ্কের ভবিষ্যত কী, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে ৷
কেন্দ্রীয় ব্যাঙ্কের সচিব রাজীব কুমার অবশ্য এর আগে জানিয়েছিলেন, তিন ব্যাঙ্ক মিশে যাওয়ার ফলে কর্মীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ কর্মীস্বার্থের কথা মাথায় রেখেই এই তিন ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রকল্প তৈরি হয়েছে বলে দাবি তাঁর ৷ কিন্তু তাতেও সংশয় দূর হচ্ছে না ব্যাঙ্কের কর্মী এবং গ্রাহকদের মধ্যে ৷
দেনা ব্যাঙ্কের এক কর্মী বিনয় প্রকাশ জানিয়েছেন, সোমবার ব্যাঙ্ক সংযুক্তিকরণের কথা ঘোষণা হওয়ার পরেই তাঁর কাছে ব্যাঙ্কের একের পর এক জুনিয়র কর্মীর ফোন আসতে শুরু করে ৷ সবারই একটাই প্রশ্ন, ‘‘ চাকরি থাকবে তো ? আমাদের ভবিষ্যত কী ?’’ বিনয় আরও জানান, ‘‘ ওইদিন রাতেই অন্তত ১০টা ফোন কল আমি পাই ৷ সিনিয়র অফিসের কর্মীরা বিষয়টি জানলেও বাকীদের জন্য তা সত্যিই চিন্তার বিষয় ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে অতীতে অনেক কর্মীই ছাঁটাই হয়েছেন ৷ এবার তিনটি ব্যাঙ্কের এক হয়ে যাওয়ার ঘোষণাতেও স্বভাবতই চিন্তা বেড়েছে ব্যাঙ্ক কর্মীদের মধ্যে ৷ হঠাৎই চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন প্রত্যেকেই ৷ ’’
advertisement
advertisement
কর্মীদের পাশাপাশি আতঙ্কে রয়েছেন এই তিন ব্যাঙ্কের গ্রাহকরাও ৷ অনেকেই ইতিমধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইছেন ৷ চাইছেন অ্যাকাউন্ট অন্য কোনও ব্যাঙ্কে ট্রান্সফার করতেও ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
তিন ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণায় চাকরি হারানোর আতঙ্কে কর্মীরা ! অ্যাকাউন্ট বন্ধ করতে চান গ্রাহকরাও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement