তিন ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণায় চাকরি হারানোর আতঙ্কে কর্মীরা ! অ্যাকাউন্ট বন্ধ করতে চান গ্রাহকরাও

Last Updated:
#নয়াদিল্লি: মিশে যেতে চলেছে ভারতের তিন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক- ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক ৷ যা হতে চলেছে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক ৷ সোমবার এই কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করার পর দুশ্চিন্তা বেড়েছে ব্যাঙ্কের কর্মী এবং গ্রাহকদের মধ্যেও ৷ এই তিন ব্যাঙ্কের ভবিষ্যত কী, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে ৷
কেন্দ্রীয় ব্যাঙ্কের সচিব রাজীব কুমার অবশ্য এর আগে জানিয়েছিলেন, তিন ব্যাঙ্ক মিশে যাওয়ার ফলে কর্মীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ কর্মীস্বার্থের কথা মাথায় রেখেই এই তিন ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রকল্প তৈরি হয়েছে বলে দাবি তাঁর ৷ কিন্তু তাতেও সংশয় দূর হচ্ছে না ব্যাঙ্কের কর্মী এবং গ্রাহকদের মধ্যে ৷
দেনা ব্যাঙ্কের এক কর্মী বিনয় প্রকাশ জানিয়েছেন, সোমবার ব্যাঙ্ক সংযুক্তিকরণের কথা ঘোষণা হওয়ার পরেই তাঁর কাছে ব্যাঙ্কের একের পর এক জুনিয়র কর্মীর ফোন আসতে শুরু করে ৷ সবারই একটাই প্রশ্ন, ‘‘ চাকরি থাকবে তো ? আমাদের ভবিষ্যত কী ?’’ বিনয় আরও জানান, ‘‘ ওইদিন রাতেই অন্তত ১০টা ফোন কল আমি পাই ৷ সিনিয়র অফিসের কর্মীরা বিষয়টি জানলেও বাকীদের জন্য তা সত্যিই চিন্তার বিষয় ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে অতীতে অনেক কর্মীই ছাঁটাই হয়েছেন ৷ এবার তিনটি ব্যাঙ্কের এক হয়ে যাওয়ার ঘোষণাতেও স্বভাবতই চিন্তা বেড়েছে ব্যাঙ্ক কর্মীদের মধ্যে ৷ হঠাৎই চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন প্রত্যেকেই ৷ ’’
advertisement
advertisement
কর্মীদের পাশাপাশি আতঙ্কে রয়েছেন এই তিন ব্যাঙ্কের গ্রাহকরাও ৷ অনেকেই ইতিমধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইছেন ৷ চাইছেন অ্যাকাউন্ট অন্য কোনও ব্যাঙ্কে ট্রান্সফার করতেও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
তিন ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণায় চাকরি হারানোর আতঙ্কে কর্মীরা ! অ্যাকাউন্ট বন্ধ করতে চান গ্রাহকরাও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement