Bank Credit and Debit Card Rule Changes:জুলাই থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে বড় বদল, এসবিআই থেকে পিএনবি গ্রাহকদের এগুলো জানতেই হবে
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় খবর। ১ জুলাই থেকে বেশ কিছু নিয়ম বদলে গেল। পেমেন্ট সংক্রান্ত সবচেয়ে বড় পরিবর্তন কার্যকর হল জুলাইয়ের প্রথম দিন থেকেই। এর পরে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল শোধে সমস্যা হতে পারে
কলকাতা: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় খবর। ১ জুলাই থেকে বেশ কিছু নিয়ম বদলে গেল। পেমেন্ট সংক্রান্ত সবচেয়ে বড় পরিবর্তন কার্যকর হল জুলাইয়ের প্রথম দিন থেকেই। এর পরে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল শোধে সমস্যা হতে পারে।
আরবিআই বলেছে, সমস্ত ব্যাঙ্ককে এবার থেকে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে হবে। তবে সব ব্যাঙ্ক এখনও রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা মানেনি। জানা গিয়েছে, মাত্র ৮টি ব্যাঙ্ক বিবিপিএস-এ বিল পেমেন্ট সক্রিয় করেছে। যাইহোক, শুধু পেমেন্ট প্রক্রিয়া নয়, জুলাই থেকে ক্রেডিট এবং ডেবিট কার্ডের নিয়মেও পরিবর্তন করা হয়েছে।
advertisement
বেসরকারি খাতের অন্যতম বড় ব্যাঙ্ক আইসিআইসিআই ক্রেডিট কার্ডের নিয়মে বড়সড় বদল করেছে। পরিষেবা চার্জ সংশোধন করেছে ব্যাঙ্ক। কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের এখন থেকে ১০০ টাকার বদলে ২০০ টাকা দিতে হবে। এছাড়া ব্যাঙ্ক চেক বা নগদ তোলার ফি, চার্জ স্লিপ ইত্যাদির পরিষেবা চার্জও বদলে গিয়েছে।
advertisement
ক্রেডিট কার্ডে বড় বদল এনেছে এসবিআই-ও। এখন থেকে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা যে কোনও ধরনের সরকারি লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। ২০২৪ সালের ১ জুলাই থেকে এই নিয়ম লাগু করেছে এসবিআই।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের নিয়মও বদলে গিয়েছে ১ জুলাই থেকে। এখন থেকে প্রতি তিন মাস অন্তর একবার ঘরোয়া বিমানবন্দর এবং ট্রেন প্ল্যাটফর্মে অ্যাক্সেস মিলবে। আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে বছরে ২ বার। রুপে ওয়েবসাইটে লাউঞ্জের আপডেটেড তালিকা দেখতে পাবেন গ্রাহকরা। এছাড়া রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে দৈনিক নগদ তোলার সীমা ১ লাখ এবং ই-কমার্স লেনদেনে দৈনিক সীমা ৩ লাখ করা হয়েছে।
advertisement
ভারতে ১১,৬০৩ কোটি টাকায় সিটি ব্যাঙ্কের ব্যবসা অধিগ্রহণ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ফলে সিটি ব্যাঙ্কের গ্রাহকদের ক্রেডিট কার্ড এখন অ্যাক্সিস ব্যাঙ্ক পরিচালনা করবে। ২০২৪ সালের ১৫ জুলাইয়ের মধ্যে এই স্থানান্তর সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2024 10:23 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Credit and Debit Card Rule Changes:জুলাই থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে বড় বদল, এসবিআই থেকে পিএনবি গ্রাহকদের এগুলো জানতেই হবে








