প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের জন্য ‘স্পর্শ’ পরিষেবা কেন্দ্র গড়ে তুলতে ভারত সরকারের হাত ধরল বন্ধন ব্যাঙ্ক

Last Updated:

এই মউ অনুযায়ী প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারকে বন্ধন ব্যাঙ্ক ব্যাঙ্কিং পরিষেবা দেবে।

কলকাতা: বন্ধন ব্যাঙ্ক সম্প্রতি ঘোষণা করেছে, যে তারা ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টসের সঙ্গে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষর করেছে। এই মউ অনুযায়ী প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারকে বন্ধন ব্যাঙ্ক ব্যাঙ্কিং পরিষেবা দেবে।
বন্ধন ব্যাঙ্ক ৫৫৭টি শাখার মাধ্যমে প্রতিরক্ষা দফতরের পেনশনারদের এবং তাঁদের পরিবারকে পরিষেবা প্রদান করবে। সরকারের আউটরিচ প্রোগ্রাম ফর ডিফেন্স পেনশনার্স অন সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা (SPARSH)-র লক্ষ্য প্রতিরক্ষার দফতরের পেনশনারদের সমস্ত পেনশন সংক্রান্ত কাজের একক সমাধান হয়ে ওঠা। ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে কাজ করবে।
advertisement
advertisement
এই মউ স্বাক্ষরিত হয়েছে নয়া দিল্লিতে। উপস্থিত ছিলেন শ্যাম দেব, আইডিএএস, কন্ট্রোলার, পিডিসিএস (পেনশনস), প্রয়াগরাজ, প্রতিরক্ষা মন্ত্রক, ভারত সরকার;  গিরিধর আরামানে, আইএএস, প্রতিরক্ষা সচিব, ভারত সরকার; রসিকা চৌবে, আর্থিক পরামর্শদাতা (প্রতিরক্ষা পরিষেবা); এবং দেবরাজ সাহা, হেড – গভর্মেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক।
প্রতিরক্ষা সচিব দিল্লি ক্যান্টনমেন্টে একটি SPARSH পরিষেবা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন। এই কেন্দ্রে পরিষেবার অনুরোধ ও অসন্তোষ দূরীকরণ, বার্ষিক লাইফ সার্টিফিকেশন, পেনশনার তথ্য যাচাই (PDV), আধার নম্বর, প্যান নম্বর, পোস্টাল ঠিকানা ও ব্যাঙ্ক ডিটেলস সমেত প্রোফাইলে বদলের মত নানারকম পরিষেবা পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতিরক্ষা দফতরের পেনশনভোগীদের জন্য ‘স্পর্শ’ পরিষেবা কেন্দ্র গড়ে তুলতে ভারত সরকারের হাত ধরল বন্ধন ব্যাঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement