Bandhan Bank: মোট লাভ ৪৭ শতাংশ বেড়ে ১,০৬৩ কোটি টাকা, সামনে এল বন্ধন ব্যাঙ্কের জুন ত্রৈমাসিকের ফলাফল

Last Updated:

Bandhan Bank Q1 Results: ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদ থেকে মোট আয় গত বছরের ২,৪৯১ কোটি টাকা থেকে বেড়ে ৩,০০৫ কোটি টাকায় দাড়িয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। ত্রৈমাসিকে নিট সুদের মার্জিন ৭.৬ শতাংশ। গত বছরের ৭.৩ শতাংশের তুলনায় সামান্য বেশি।

বন্ধন ব্যাঙ্কের জুন ত্রৈমাসিকের ফলাফল
বন্ধন ব্যাঙ্কের জুন ত্রৈমাসিকের ফলাফল
কলকাতা: জুন ত্রৈমাসিকে ১,০৬৩ কোটি টাকা নিট মুনাফা করল বন্ধন ব্যাঙ্ক। গত বছরের তুলনায় ৪৭ শতাংশ বেশি। ২৬ জুলাই শুক্রবার ব্যাঙ্কের তরফে প্রকাশিত ত্রৈমাসিক ভিত্তিক ফলাফলে এই পরিসংখ্যান সামনে এসেছে। ২০২৩ সালের জুন ত্রৈমাসিকে ৭২১ কোটি টাকা নিট মুনাফা করেছিল বন্ধন ব্যাঙ্ক।
ব্যাঙ্কের মোট আমানত ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জুনের শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১.৩৩ লক্ষ কোটি টাকা। CASA ১৪ শতাংশ YoY ক্রমানুসারে বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, আগের ত্রৈমাসিকের CA ব্যালেন্স থেকে হ্রাসের কারণে বৃদ্ধিতে প্রভাব পড়েছে। CASA অনুপাত দাঁড়িয়েছে ৩৩.৪ শতাংশ।
advertisement
advertisement
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদ থেকে মোট আয় গত বছরের ২,৪৯১ কোটি টাকা থেকে বেড়ে ৩,০০৫ কোটি টাকায় দাড়িয়েছে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। ত্রৈমাসিকে নিট সুদের মার্জিন ৭.৬ শতাংশ। গত বছরের ৭.৩ শতাংশের তুলনায় সামান্য বেশি। বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, গত বছরের ৬.৭ শতাংশের তুলনায় গ্রস এনপিএ অনুপাত ৪.২৩ শতাংশে নেমে এসেছে। এই অবস্থাকে স্থিতিশীল বলে মনে করছে ঋণদাতা সংস্থা। নেট এনপিএ অনুপাত (NPA Ratio) গত বছরের ২.১৮ শতাংশের বিপরীতে ১.১৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।
advertisement
ত্রৈমাসিকের মোট অগ্রগতি গত বছরের ১.০৩ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ১.২৬ লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। বার্ষিক ভিত্তিতে ২২ শতাংশের বৃদ্ধি এবং ত্রৈমাসিক ভিত্তিতে ০.৭ শতাংশ পতন হয়েছে।
প্রসঙ্গত, জুলাই মাসের শুরুতেই বন্ধন ব্যাঙ্কে অন্তর্বর্তীকালীন এমডি ও এসিইও হিসেবে যোগ দেন রতন কুমার কেশ (Ratan Kumar Kesh)। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, রতন কুমার কেশ তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন, যতক্ষণ না নতুন কেউ দায়িত্ব গ্রহণ করছেন। ব্যাঙ্কের ত্রৈমাসিক ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সমস্ত ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাঙ্ক। যা আমাদের শক্তিশালী কর্মক্ষমতা চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতিকে দক্ষ হাতে সামলানোর ইঙ্গিত দেয়।’’ ফলাফল প্রকাশের আগে বন্ধন ব্যাঙ্ক লিমিটেডের শেয়ার ৩.৬১ শতাংশ বেড়ে এনএসই-তে শেয়ার প্রতি ১৯২.৬০ টাকায় বন্ধ হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: মোট লাভ ৪৭ শতাংশ বেড়ে ১,০৬৩ কোটি টাকা, সামনে এল বন্ধন ব্যাঙ্কের জুন ত্রৈমাসিকের ফলাফল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement