সারা দেশে ১২৫টি নতুন ব্যাঙ্কিং আউটলেট খুলল বন্ধন ব্যাঙ্ক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এতে আরও শক্তিশালী হল বন্ধন ব্যাঙ্কের নেটওয়ার্ক ৷
#কলকাতা: আরও শক্তিশালী হল বন্ধন ব্যাঙ্কের নেটওয়ার্ক ৷ গোটা দেশের ১৫টি রাজ্যে আরও নতুন ১২৫টি আউটলেট খুলল বন্ধন ব্যাঙ্ক ৷ ফলে ব্যাঙ্কের মোট আউটলেটের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪১৩ ৷ ইতিমধ্যেই বন্ধনের ১০১০টি ব্রাঞ্চ রয়েছে ৷ এখন বেড়ে হল ১০১৩ ৷ বন্ধন ব্যাঙ্কের সব ইউনিটের মধ্যে ৩২০৬টি হল ব্যাঙ্কিং ইউনিট ৷ পাশাপাশি হোম লোন সার্ভিস সেন্টার রয়েছে ১৯৫টি ৷ দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতেই এখন বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক রয়েছে ৷
বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা খোলার বিষয় যে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তা সম্প্রতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ ফলে এখন ব্যাঙ্কের নতুন আউটলেট খোলাতে আর কোনও সমস্যা নেই ৷ নতুন ১২৫টি ব্যাঙ্কিং আউটলেট খোলা হয়েছে ৷ যার মধ্যে ৪২টি খোলা হয়েছে উত্তর প্রদেশে ৷ ২৯টি রাজস্থানে, ১২টি মধ্যপ্রদশ, ৭টি করে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় ৷ এবং বিহারে ৬টি, ছত্তিশগঢ়ে ৫টি, ওড়িশায় ৪টি এবং তামিলনাডুতে ৩টি আউটলেট খোলা হয়েছে ৷ উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং অসমে খোলা হয়েছে ২টি করে আউটলেট ৷ এছাড়া দিল্লি ও পশ্চিমবঙ্গে খোলা হয়েছে ১টি করে আউটলেট ৷ বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘‘ আমরা খুশি যে রিজার্ভ ব্যাঙ্ক নতুন শাখা খোলার ব্যাপারে বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে ৷ এর ফলে দ্রুত হারে ব্যবসা বাড়াতে পারব বলেই আশাবাদী আমরা ৷ সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে মাত্র সাড়ে চার বছরের মধ্যেই আমরা সুযোগ ও সম্ভাবনাময় এলাকাগুলিকে চিহ্নিত করে আমাদের নেটওয়ার্ক ও ব্যবসার প্রসার ঘটাতে পেরেছি ৷ নতুন ১২৫টি ব্যাঙ্কিং আউটলেট খোলায় আরও ভাল পরিষেবা দেওয়া সম্ভব হবে ৷ গ্রাহক ও অংশীদাররা যে পরিমাণ আস্থা ও ভরসা আমাদের উপর রেখেছেন, তাতে এই ব্যাঙ্কের আরও অগ্রগতি দ্রুত সম্ভব হবে ৷ ’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2020 2:58 PM IST