Banana: কাঁদি কাঁচা কলা...! বাড়িতেই Banana চাষ করেই হাজার হাজার টাকা রোজগার করুন! রইল টিপস

Last Updated:

Banana:দিন দিন বাড়ছে কলা চাষ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় শিক্ষিত বেকার যুবকরাও দিন দিন এই কলা চাষে ঝুঁকছেন।

+
কলা

কলা চাষ 

উত্তর দিনাজপুর: বাড়ির পাশে ফেলে রাখা জমি কিংবা পুকুরপাড়ে করুন কলার চাষ। জেলায় দিন দিন বাড়ছে কলা চাষ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় শিক্ষিত বেকার যুবকরাও দিন দিন এই কলা চাষে ঝুঁকছেন। শুধু পুকুর পাড়েই নয় রাস্তার দুই ধারে এছাড়াও বাড়ির আশেপাশের ফাঁকা জায়গাতেও কলার চারা রোপণ করছেন অনেকেই।
প্রতি কাঁদি কাঁচা কলা পাইকারি বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। কলার চারা বছরে তিনটি মরশুমে লাগানো হয় প্রথমত আশ্বিন কার্তিক, দ্বিতীয়ত মাঘ -ফাল্গুন এবং তৃতীয়ত বৈশাখ- আষাঢ়। বাণিজ্যিকভাবে এ জেলায় সব থেকে বেশি চাষ করা হয় মানিক কলা, জি৯ কলা এছাড়া চম্পাই ইত্যাদি জাতের কলা।
advertisement
advertisement
কলা চাষের জন্য পর্যাপ্ত রোদ যুক্ত ও জল নিষ্কাশনের সুব্যবস্থা সম্পন্ন উঁচু জমি উপযুক্ত। এছাড়া উর্বর দোআঁশ মাটি, কলা চাষের জন্য উত্তম।কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, কলা লাগানোর সব থেকে উপযুক্ত সময় বৈশাখ- আষাঢ় মাস পর্যন্ত ।
কলা লাগাতে হলে সবার প্রথম চার থেকে পাঁচ ফিট দূরত্বে গর্ত করতে হবে। এছাড়া আড়াই ফিট গর্তের গভীরতা থাকতে হবে। এবং কম্পোস্ট সার দিয়ে কলা লাভজনক ফসল ১ থেকে ২ শতক জায়গাতেও এই কলা চাষ করা যায়। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। কলা গাছে থোর আসলে আড়াইশো গ্রাম ইউরিয়া, পটাশ গাছের গোড়াতে দিয়ে মাটি ধরাতে হবে। বিঘাপ্রতি প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হলেও ৫ থেকে ৭ হাজার টাকা লাভ হয় এই কলা চাষ। এই কলা একটি লাভজনক ফসল। তাই বাড়িতে অল্প জায়গা থাকলেই লাগিয়ে ফেলুন কলা গাছ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Banana: কাঁদি কাঁচা কলা...! বাড়িতেই Banana চাষ করেই হাজার হাজার টাকা রোজগার করুন! রইল টিপস
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement