New Business Idea: বাঁশ দিয়েই আয়ের নতুন ট্রেন্ড! চেষ্টা করলে আপনিও হতে পারেন লাখপতি!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
New Business Idea: উত্তরবঙ্গে বাঁশের কাজ করার শিল্পী থাকলেও তাদের কাজ করার জায়গা তেমনভাবে নেই। এরই মাঝে বাঁশের কাজ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছেন দেবাশীষ কুন্ডু। তাঁর ভাবনা ও হাতে তৈরি বাঁশের জলের বোতল নতুন আয়ের সন্ধান দিয়েছে।
শিলিগুড়ি: বাঁশের তৈরি জলের বোতল! অবাক হচ্ছেন! তামার জলের বোতল, স্টিলের জলের বোতল, এগুলি এখন ঘরে ঘরে। তবে সকলেই যখন ভেষজ জিনিসপত্র ও দেশীয় দ্রব্যের উপর নজর রাখছে তখন জলের বোতলেই নয় কেন? শিলিগুড়িতে তৈরি এই অভিনব সৃষ্টি এখন এই বাজারে নয়া ট্রেন্ড। এটি সম্পূর্ণ লিক-প্রুফ ও স্বাস্থ্যকর জলের বোতল। বাঁশের সঙ্গে স্টিল এর আস্তরণ দিয়ে তৈরি হয়েছে বোতলটি। এর ফলে জীবানু বৃদ্ধি,গন্ধ ও ফুটো হয়ে যাওয়া-কোনওটাই সম্ভব নয়। এই গরমে এখন বাঁশের বোতলের চাহিদা অনেকটাই বেড়েছে।
ত্রিপুরা আসামসহ উত্তর-পূর্ব ভারতের বেশকিছু জায়গায় বাঁশের শিল্পের কথা আমরা সবাই জানি। তবে উত্তরবঙ্গে বাঁশের কাজ করার শিল্পী থাকলেও তাদের কাজ করার জায়গা তেমনভাবে নেই। এরই মাঝে বাঁশের কাজ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছে দেবাশীষ কুন্ডু। তাঁর ভাবনা ও হাতে তৈরি বাঁশের জলের বোতল এক নতুন আয়ের সন্ধান দিয়েছে। বাড়িতেই বাঁশ দিয়ে তৈরি করছেন জলের বোতল,বিয়ার মাগ,ফ্লাক্স আরও নানা সামগ্রী। আর তাঁর শিল্পকলায় মুগ্ধ হয়ে অনলাইন কিংবা ফোন করে সে সব অর্ডার দেওয়া শুরু করেছে অনেক মানুষ।
advertisement
advertisement
দেবাশীষ বাবুর কথায়, প্রতিমাসের ৫০০ থেকে ১ হাজার পিস বিক্রি হয় তাদের এই বাঁশের বোতল। যেহেতু বাঁশ পরিবেশ বান্ধব জিনিস তাই বাঁশের তৈরি এই বোতল গুলিতে জল রাখলে অনেকখানি ঠান্ডা থাকে। ৫০০ থেকে ৬০০ টাকা দামের এই বোতল কিনলে নিরাশ হবেন না কেউ। তিনি বলেন, বিদেশ থেকেও অর্ডার আসছে। তবে এখনও বিদেশে পাঠানোর ছাড়পত্র পাননি তিনি। কয়েকদিনের মধ্যে তা মিললেই শিলিগুড়ি থেকে তাঁর তৈরি বাঁশের জলের বোতল পাড়ি দেবে নানা দেশে।’ ইকো ফ্রেন্ডলি’ এই জলের বোতল তৈরিতে বেশি জোর দিচ্ছেন তিনি। কর্মী রেখেও কাজ শুরু করেন। এখন প্রতিমাসে বাঁশের কয়েক হাজার জলের বোতল তৈরি করছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অনির্বাণ রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 3:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: বাঁশ দিয়েই আয়ের নতুন ট্রেন্ড! চেষ্টা করলে আপনিও হতে পারেন লাখপতি!
