Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড-এ বিনিয়োগ করার কয়েকটি প্রধান কারণ

Last Updated:

মার্কেট গ্রোথ-কে কাজে লাগিয়ে মূলধন বাড়িয়ে নিতে চাইছেন, এই কাজের জন্য Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড একটি দারুণ বিকল্প হতে পারে।

Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড-এ বিনিয়োগ করার কয়েকটি প্রধান কারণ
Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড-এ বিনিয়োগ করার কয়েকটি প্রধান কারণ
ভারতের অর্থনীতি সম্প্রতি কয়েক বছরে বহু গুণ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে সম্মানীয় $4 ট্রিলিয়ন[i] ক্লাবের অংশ হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা নতুন অর্থনৈতিক বৃদ্ধির যুগে পা রাখার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এই মার্কেট গ্রোথ-কে কাজে লাগিয়ে মূলধন বাড়িয়ে নিতে চাইছেন, এই কাজের জন্য Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড একটি দারুণ বিকল্প হতে পারে।
উৎস: IMF, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। উপরে দেখানো গ্রাফটি এই কনসেপ্টটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এবং এর উদ্দেশ্য শুধুমাত্র এই বিষয়ে স্পষ্টতা প্রদান করা এবং এটি কোনও ভাবেই কোনও প্রকার বিনিয়োগ কৌশল প্রয়োগ করা বা নির্মাণ করার জন্য ব্যবহার করা উচিত নয়। অতীতের পারফর্মেন্স ভবিষ্যতে একই রকম থাকতে পারে আবার না-ও পারে।
advertisement
advertisement
এই ফান্ডে বিনিয়োগ করা কেন লাভজনক হতে পারে, তার পাঁচটি প্রধান কারণ এখানে দেখে নিন:
  • ভারতের অর্থনীতির বৃদ্ধির সাথে সমানুপাতিক: জানুয়ারি 2024-এর IMF প্রোজেকশান ফোরকাস্ট অনুযায়ী, 1লা এপ্রিল 2024 থেকে যে অর্থবর্ষ শুরু হতে চলেছে সেখানে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি হয়ে উঠবে ভারত, যেখানে GDP বৃদ্ধির হার 5%[ii] হবে বলে মনে করা হচ্ছে। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি-কে সমর্থন করছে শক্তিশালী ডোমেস্টিক চাহিদা এবং ম্যানুফ্যাকচারিং ও সার্ভিসেস-এর মতো প্রধান সেক্টরের অবিশ্বাস্য উন্নতি, এই দুইটি বিষয়ের মেলবন্ধন ভারতকে বিশ্ব অর্থনীতির পাওয়ার-হাউস হয়ে উঠতে সাহায্য করবে। এই প্রেক্ষিতে Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড বিনিয়োগকারীদের পোর্টফোলিওকে ভারতের গ্রোথ চার্টের সাথে সামঞ্জস্য রেখে উন্নতি করতে এবং দেশের অর্থনীতির উন্নতির সাথে তাল মিলিয়ে নিজের আর্থিক উন্নতি নিশ্চিত করতে সাহায্য করে।
  • advertisement
    • বিভিন্ন প্রধান সেক্টরে ডাইভার্সিফিকেশান: এই S&P BSE সেনসেক্স 30টি কোম্পানীর প্রতিনিধিত্ব করে, এর মধ্যে রয়েছে TCS, L&T, রিলায়েন্স-এর মতো কোম্পানী যারা সামগ্রিক ভাবে ভারতের মোট মার্কেট ক্যাপিটালাইজেশানের প্রায় 40%[iii] জুড়ে রয়েছে। এই ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে, বিনিয়োগকারীরা বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রির বিস্তীর্ণ রেঞ্জে বিনিয়োগ করার সুযোগ পাবেন, যেমন ফাইন্যান্স, ইনফর্মেশন টেকনোলজি, কনজিউমার গুডস্ ইত্যাদি। এই সেক্টর ডাইভার্সিফিকেশান শুধুমাত্র নির্দিষ্ট কোনও সেক্টর নিম্নমুখী আচরণ দেখালে সেখানে বিনিয়োগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করবে না, বরং তার পাশাপাশি ব্যালেন্স-যুক্ত পোর্টফোলিও তৈরি করার মাধ্যমে দীর্ঘমেয়াদী গ্রোথ নিশ্চিত করবে।
    • advertisement
      উৎস: RBI এবং ব্লুমবার্গ। এই তথ্য 31শে ডিসেম্বর 2023 অনুযায়ী। উপরোক্ত সেক্টরগুলি পোর্টফোলিও-র অংশ হতে পারে অথবা না-ও পারে।স্টক(গুলি)/ ইস্যুয়ার(রা)/ সেরা স্টকগুলি উপরে উল্লেখ অনুযায়ী বর্ধিত বা হ্রাস পাওয়া এক্সপোজার এই স্কিম(গুলি)-এর পোর্টফোলিও ডিসক্লোজারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং এগুলিকে কিছু কেনা / বিক্রি করা / হোল্ড করার পরামর্শ হিসেবে গ্রহণ করা উচিত নয়। উপরে সেক্টর(গুলি) / স্টক(গুলি) / ইস্যুয়ার(দের) সম্পর্কে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র স্কিম(গুলির) পোর্টফোলিও সম্পর্কে বোঝানোর উদ্দেশ্যে এবং এগুলি পরামর্শ হিসেবে গণ্য করা উচিত নয়।
      advertisement
      • পকেট-সাধ্য বিনিয়োগ কৌশল: ইন্ডেক্স ফান্ড, যার মধ্যে Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড অন্তর্ভুক্ত রয়েছে, তা সবচেয়ে পকেট-সাধ্য বিনিয়েগ কৌশলের জন্য পরিচিত। এদের এক্সপেন্স রেশিও অন্যান্য সক্রিয় ভাবে ম্যানেজ করা ফান্ডের তুলনায় অনেকটাই কম। সাশ্রয়ী হওয়ার এই বিষয়টিএই ফান্ডকে আরও জনপ্রিয় করে তুলেছে, বিশেষত সেই সমস্ত বিনিয়োগকারীদের কাছে যারা নিজেদের বিনিয়োগ হিসেবে খরচ করা টাকা যাতে সম্পূর্ণ রূপে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে চান। তাছাড়াও, এতে রয়েছে SIP করার সুবিধা, ফলে এই ফান্ড নিয়মিত এবং ডিসিপ্লিন মেনে বিনিয়োগ করতে উৎসাহিত করে, মার্কেটের অবস্থা যা-ই হোক না কেন, যার ফলে বিনিয়োগকারীরা সামগ্রিক ভাবে মার্কেটের গ্রোথের যাত্রায় সামিল হতে পারেন খুব সহজেই।
      • advertisement
        • প্যাসিভ বিনিয়োগকারীদের জন্য আদর্শ: যে বিনিয়োগকারীরা সম্পদ সৃষ্টি করতে চান অথচ সক্রিয় ভূমিকা নিতে চান না, তাদের জন্য ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে প্যাসিভ বিনিয়োগ করা হল আদর্শ বিকল্প। প্যাসিভ স্ট্র্যাটেজির মাধ্যমে কয়েক গুণ বৃদ্ধি, তার সাথে AUM-এর গত 7 বছরে 10x[iv] হারে বৃদ্ধি, ইন্ডেক্স-ভিত্তিক বিনিয়োগের কার্যকারিতা এবং জনপ্রিয়তা প্রমাণ করেছে। Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড প্যাসিভ বিনিয়োগের দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা S&P BSE সেনসেক্সের পারফর্মেন্স নিখুঁত ভাবে ট্র্যাক করতে সাহায্য করে। সক্রিয় ভাবে পোর্টফোলিও ম্যানেজ করা এবং সিকিওরিটি নির্বাচনের প্রয়োজনীয়তা হ্রাস করার মাধ্যমে, এই ফান্ড বিনিয়োগকারীদের ঝামেলা-মুক্ত ভাবে বিনিয়োগ করার সব রকমের সুবিধা প্রদান করে।
        • advertisement
          • ক্রমাগত পারফর্ম করার স্ট্র্যাক রেকর্ড: বহু বছর ধরে, এই S&P BSE সেনসেক্স দেখিয়ে দিয়েছে মার্কেট ভোলাটিলিটি এবং অর্থনীতির ওঠাপড়া সত্ত্বেও তারা অসাধারণ পারফর্ম করেছে। অতীতের তথ্য থেকে এ কথা স্পষ্ট যে, অধিকাংশ বছর এখান থেকে টানা গ্রোথ এবং তার সাথে পজিটিভ রিটার্ন পাওয়া গিয়েছে। Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড সেই সমস্ত দীর্ঘ-মেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি স্মার্ট পছন্দ হতে পারে, যাদের লক্ষ্য হল দীর্ঘ মেয়াদে সম্পদ-সৃষ্টি করা।
          • Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড বিনিয়োগকারীদের ভারতের অর্থনতিক বৃদ্ধির এই যাত্রায় সামিল হওয়ার সুযোগ দিচ্ছে। ভারতীয় অর্থনীতিকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথ নির্মাতাদের অ্যাক্সেস করার সুযোগ করে দিচ্ছে এই ফান্ড। সেনসেক্স-এর ট্র্যাক রেকর্ডের সাথে, ভারতের অর্থনীতির মোমেন্টামের সাথে সামঞ্জস্যতা এবং প্যাসিভ বিনিয়োগকারীদের কাছে সহজলভ্যতা, সব মিলিয়ে এই ফান্ড সেই সমস্ত বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে যারা ভারতীয় ইক্যুইটি মার্কেটে নিজেদের জন্য দীর্ঘ-মেয়াদে সম্পদ তৈরি করতে আগ্রহী।
            [i] BSE. তারিখ: 17ই ডিসেম্বর 2023
            [ii] IMF, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক
            [iii] BSE. তারিখ: 17ই ডিসেম্বর 2023
            [iv] MFI এক্সপ্লোরার, Axis MF রিসার্চ ডেটা, 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত.
            ডিসক্লেমার: অতীতের পারফর্মেন্স ভবিষ্যতে একই রকম থাকতে পারে আবার না-ও পারে।
            উৎস: এশিয়া ইন্ডেক্স প্রাইভেট লিমিটেড, BSE, IMF, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, MFI এক্সপ্লোরার, Axis MF রিসার্চ ডেটা, 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত।
            BSE ডিসক্লেমার: একটি বিষয় সুস্পষ্ট ভাবে বুঝতে হবে যে, BSE দ্বারা প্রদান করা অনুমোদনের অর্থ এমন নয় বা এমন ভাবা উচিত নয় যে, Axis MF-এর সমস্ত SIDs / স্কিম BSE ক্লিয়ার করেছে বা অনুমোদন প্রদান করেছে, অথবা তার মানে এই নয় যে তাদের তরফে SIDs-এর কোনও প্রকার কন্টেন্টের নির্ভুলতা বা পরিপূর্ণতার শংসা প্রদান করা হয়েছে। বিনিয়োগকারীদের অনুরোধ করা হচ্ছে, ‘BSE-এর ডিসক্লেমার ক্লজ-এর সম্পূর্ণ টেক্সট পড়ার সময় SIDs সম্পর্কে ভালো ভাবে দেখে নিন।
            উপরে সেক্টর(গুলি) / স্টক(গুলি) / ইস্যুয়ার(দের) সম্পর্কে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র স্কিম(গুলির) পোর্টফোলিও সম্পর্কে বোঝানোর উদ্দেশ্যে এবং এগুলি পরামর্শ হিসেবে গণ্য করা উচিত নয়। বিনিয়োগকারীদের অনুরোধ করা হচ্ছে, বিনিয়োগ সম্পর্কিত যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করার আগে নিজের ফাইন্যান্সিয়াল, ট্যাক্স এবং অন্যান্য উপদেষ্টার সাথে পরামর্শ করুন।
            বিধিবদ্ধ বিবরণ: Axis মিউচুয়াল ফান্ড একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ট্রাস্টস্ অ্যাক্ট, 1882 এর অধীনে, এটি স্পন্সর করেছিল Axis Bank Ltd. (লায়াবিলিটির পরিমাণ সীমাবদ্ধ ছিল ₹ 1 লাখ ). ট্রাস্টি: Axis মিউচুয়াল ফান্ড ট্রাস্টি লিমিটেড. ইনভেস্টমেন্ট ম্যানেজার: Axis অ্যাসেট ম্যানেজমেন্ট কো. লিমিটেড (দ্য AMC). রিস্ক ফ্যাক্টর: এই স্কিমের অপারেট করার ফলে উদ্ভূত কোনও প্রকার ক্ষতি বা প্রত্যাশার চেয়ে কম ফলাফল পাওয়ার জন্য Axis Bank Limited কোনও ভাবেই দায়বদ্ধ বা দায়ী থাকবে না।
            মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মার্কেটের ঝুঁকির উপরে নির্ভরশীল, স্কিম সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট ভালো ভাবে পড়ুন।
            Click here to add News18 as your preferred news source on Google.
            ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
            view comments
            বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
            Axis S&P BSE সেনসেক্স ইন্ডেক্স ফান্ড-এ বিনিয়োগ করার কয়েকটি প্রধান কারণ
            Next Article
            advertisement
            MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
            মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
            • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

            • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

            • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

            VIEW MORE
            advertisement
            advertisement