রেয়াত করছে না কাউকে, বিনা টিকিটে ট্রেনে উঠলে এবার বিপদ, যা ঘটল খড়গপুর ডিভিশনে, জানুন!

Last Updated:

Train Ticket: সপ্তাহের ছুটির দিন দু'লক্ষ টাকা জরিমানা আদায় দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে, কীভাবে জানুন।

ট্রেনের কামরায় বিপদ
ট্রেনের কামরায় বিপদ
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিনা টিকিটে এবার ট্রেনে উঠলে একজন কেউ রেয়াত নয়। নতুন উদ্যমে ভারতীয় রেল। সপ্তাহের প্রতিদিন ছবিটা অন্যরকম থাকলেও মূলত সপ্তাহের শেষে বদলে যাচ্ছে সবকিছুই। কখনও ইচ্ছে করে, আবার কখনও সবাইকে ফাঁকি দিয়ে বিনা টিকিটে যাতায়াত বা পণ্য পরিবহন করলে আর রেয়াত করছে না ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখার খড়্গপুর ডিভিশন। প্রতি সপ্তাহে চলছে চেকিং। বিভিন্ন ট্রেনে আচমকা পৌঁছে যাচ্ছেন টিকিট চেকাররা। ফের প্রায় দু’লক্ষ টাকা জরিমানা আদায় খড়গপুর ডিভিশনে।
আবারও খড়গপুর বিভাগে বিশেষ টিকিট চেকিং অভিযানে ৩৬২ জন যাত্রীর কাছ থেকে প্রায় ১ লক্ষ ৯৬ হাজার ২৩৫ টাকা জরিমানা আদায় করল বিশেষ চেকিং স্কোয়াড।
advertisement
advertisement
রবিবার সারাদিন খড়গপুর বিভাগে একাধিক মেল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালায় রেলের একটি বিশেষ দল। বাণিজ্যিক পরিদর্শক এবং টিকিট চেকিং স্কোয়াডের সদস্যদের নিয়ে গঠিত এই দল বিভিন্ন দূরপাল্লা ও এক্সপ্রেস ট্রেনে শাটল অভিযান চালিয়ে টিকিট ছাড়া বা ভুল টিকিট নিয়ে ভ্রমণকারীদের থেকে প্রায় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করে।
advertisement
রেলের এক আধিকারিক বলেন, “ইতিমধ্যেই কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিনা টিকিটে অথবা লোকালের টিকিট কেটে এক্সপ্রেস কিংবা সুপারফাস্ট ট্রেনে যাতায়াত করছেন। স্বাভাবিকভাবে দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার একটি বিশেষ টিম সেই অভিযান চালায়। প্রতিদিন অভিযানের পাশাপাশি ছুটির দিনেও এই অভিযানে প্রায় দু’লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সকল যাত্রীদের কাছে অনুরোধ নির্দিষ্ট টিকিট কেটে যাতায়াত করতে হবে।”
advertisement
ইতিমধ্যেই রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, যাতে রেলের রাজস্ব ক্ষতি এবং প্রকৃত যাত্রীদের অসুবিধার কোনও কারণ না হয়, সেদিকেই লক্ষ্য রেলের।
জরিমানা এড়াতে এবং ঝামেলা মুক্ত যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের যথাযথ এবং বৈধ টিকেট নিয়ে ভ্রমণ করার আবেদন জানান হয়েছে খড়গপুর ডিভিশনের তরফে। তবে আগামীতে এমন সারপ্রাইজ চেকিং চলবে বলে জানান হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেয়াত করছে না কাউকে, বিনা টিকিটে ট্রেনে উঠলে এবার বিপদ, যা ঘটল খড়গপুর ডিভিশনে, জানুন!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement