ভারতে ৬০ হাজার টাকায় পাওয়া যাবে iPhone 7, দেখে নিন কোন মডেলের কত দাম...

Last Updated:
#নয়াদিল্লি: চলতি মাসের শুরুর দিকে সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত আইফোন-৭ এবং আইফোন ৭ প্লাস প্রকাশ করেছিলেন অ্যাপল-এর সিইও টিম কুক ৷ ভারতে ফোনটি লঞ্চ হবে অক্টোবর মাসের ৭ তারিখ ৷ দাম শুর হবে ৬০ হাজার টাকা থেকে ৷ সম্প্রতি অ্যাপেলের ভারতীয় ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে ৷ জানানো হয়েছে iPhone 7 plus-এর বিভিন্ন মডেলগুলির দাম কী হবে ৷ এই ওয়েবসাইটিতে গেলেই জানা যাবে ভারতীয় বাজারে কত মূল্যে পাওয়া যাবে iPhone 7 plus- এর বিভিন্ন মডেল ৷ দেখে নিন এক নজরে কোন মডেলের কী দাম-
Apple iPhone 7 (32GB): Rs 60,000
Apple iPhone 7 (128GB): Rs 70,000
advertisement
Apple iPhone 7 (256GB): Rs 80,000
Apple iPhone 7 Plus (32GB): Rs 72,000
Apple iPhone 7 Plus (128GB): Rs 82,000
Apple iPhone 7 Plus (256GB): Rs 92,000
advertisement
অনেকেই ভেবেছিলেন যে Apple iPhone 7 Plus- এর টপ মডেলের দাম ১ লাখ ছাড়িয়ে যাবে ৷ কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি অনেকটা বাড়ানো সত্ত্বেও ৯২ হাজার টাম দামে পাওয়া যাবে অ্যাপলের সর্বাধুনিক ফোনটি ।
নতুন এই ফোনটিতে রয়েছে অত্যাধুনিক একগুচ্ছ ফিচার্স ৷ আইফোন ৭-এ থাকছে ৪.৭ ইঞ্চি স্ক্রিন ৷ আইফোন ৭ প্লাসে থাকছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন ৷ দুটোতেই থাকছে প্রেসার সেনসেটিভ হোম বাটন ৷ থাকছে হেলথ টুলস অ্যাক্টিভিটি ৷ আইফোন ৭ প্লাসে থাকছে ডুয়েল ক্যামেরা ৷ অন্যদিকে আইফোন ৭-এ রয়েছে হিউম্যান রেজলিউশন আই ক্যামেরা ৷  ভারতে আইফোন ৭-এর দাম শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে ৷
advertisement
দুটি রঙে পাওয়া যাবে iPhone 7। গ্লসি ব্ল্যাক জাস্ট ব্ল্যাক। আইফোন ৭ -এর বডি ১ মিলিমিটার পাতলা হতে চলেছে। আইফোন -৭ ও আইফোন-৭ প্লাস ফোনটিতে স্টোরেজ হল ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ৷
iPhone 7 ধুলো ও জল নিরোধক ৷ বাজারে আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই শোরগোল ফেলে দিয়ে iPhone 7 ৷ একই ভাবে আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন ফিচার্স রয়েছে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে।  ‘পোকেকন গো’ খেলার সুয়গ থাকবে আই ওয়াচ ২-এ ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভারতে ৬০ হাজার টাকায় পাওয়া যাবে iPhone 7, দেখে নিন কোন মডেলের কত দাম...
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement