পুজোর পরেও শেষ হচ্ছে না সেল, অ্যামাজনে ফের মিলবে ‘মহা ডিসকাউন্ট’
Last Updated:
পুজোর পরেও শেষ হচ্ছে না ‘সেল’ !
#কলকাতা: পুজোর পরেও শেষ হচ্ছে না ‘সেল’ ! হ্যাঁ, অনলাইন কেনাকাটাতে এখনও আপনার সামনে রয়েছে জিনিসপত্রে প্রচুর ডিসকাউন্ট পাওয়ার সুযোগ ৷ অ্যামাজনের ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’ পুজোর পরেও শেষ হচ্ছে না ৷ আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ফের ই-কার্ট সংস্থা অ্যামাজন দিচ্ছে জিনিসপত্রে ব্যাপক ছাড় ৷
দুর্গাপুজোর পরেই তো আর ফেস্টিভ সিজন শেষ হচ্ছে না ৷ কারণ এরপর রয়েছে লক্ষ্মীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা ৷ সেকথা মাথায় রেখেই নতুন করে সেল দেওয়ার কথা ঘোষণা করেছে অ্যামাজন ৷ আগামী ৪-৮ অক্টোবরের সেলে যারা সিটি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য থাকবে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক অফারও।
advertisement
স্যামসাং, সোনি, এইচপি, এলজি, নোকিয়া, অ্যাপেল-এর মতো সংস্থার প্রডাক্টে ব্যাপক ছাড় দিচ্ছে অ্যামাজন ৷ শুধু ইলেকট্রনিক্স জিনিসই নয়, অন্যান্য জিনিসপত্রেও থাকছে ভাল ডিসকাউন্ট ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2017 4:35 PM IST