সুষমার ‘ভিসা বাতিল’-এর হুমকিতেই পত্রপাট ক্ষমা চেয়ে চিঠি অ্যামাজনের !
Last Updated:
২৪ ঘণ্টার মধ্যে স্রেফ একটা হুমকিতেই সব বন্ধ ৷ ই-কার্ট সংস্থার তরফেও পত্রপাট চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: জাতীয় পতাকার রঙে পাপোশ-জুতো বিক্রি চলছিল অবাধে ৷ অনলাইন শপিং সাইটে সেগুলো কিনতেও দ্বিধাবোধ করছিলেন না ক্রেতারা ৷ কিন্তু বিষয়টি নজরে আসতেই শুরু হয় বিতর্ক ৷ যার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে স্রেফ একটা হুমকিতেই সব বন্ধ ৷ ই-কার্ট সংস্থার তরফেও পত্রপাট চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে ৷
ঘটনাটি তাহলে কী ? আসলে কয়েকদিন ধরেই অ্যামাজনের কানাডার ওয়েবসাইটিতে বিক্রি হচ্ছিল ভারতের জাতীয় পতাকার রঙের পাপোশ। এরপরেই শুরু হয় বিতর্ক। সুষমা স্বরাজ অ্যামাজনকে ওই পণ্য বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি, নির্দেশ অমান্য করলে অ্যামাজ়নের আধিকারিকদের ভিসা বাতিল করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এই একটা হুঁশিয়ারিতেই সরকারের কার্যসিদ্ধি হতে বিশেষ সময় লাগেনি ৷ লিখিতভাবে বিদেশমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন অ্যামাজন কর্তৃপক্ষ ৷সেইসঙ্গে এই কাণ্ডে দুঃখপ্রকাশও করে তারা ৷ যা ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপও ৷
advertisement
In response to EAM @SushmaSwaraj's tweet, @amazon writes to her, expresses regret at hurting Indian sensibilities, pulls offending item pic.twitter.com/tqRcA10CaZ
— Vikas Swarup (@MEAIndia) January 12, 2017
advertisement
শুধু দরজার পা মোছার পাপোশেই নয়, জাতীয় পতাকার ছবি দিয়ে জুতো, জুতোর লেস এমনকী পোষ্য কুকুরের পোশাকও বিক্রি করছিল অ্যামাজন ৷ যা নজরে আসতেই প্রতিবাদের সুর আরও তীব্র হয় ৷ অনলাইন রিটেল সংস্থাটিকে নিষিদ্ধ করার দাবিতে সরব হন ভারতীয়রা ৷ লস অ্যাঞ্জেলসের N.Y.L.A কোম্পানির তৈরি তেরঙ্গা জুতো ৪৩.৯৯ ডলার অর্থাৎ প্রায় ৩০০০ টাকায় বিকোচ্ছে অ্যামাজনে ৷ ওয়েবসাইটে জ্বলজ্বল করছে ভারতের তেরঙ্গা ও অশোকস্তম্ভের ছবি দেওয়া জুতোর ফিতের বিজ্ঞাপন ৷ অশোকস্তম্ভের মোটিফ আঁকা পোষ্যের টি-শার্ট বিকোচ্ছে ১৩৬২ টাকায় ৷ ভারতের জাতীয় পতাকার এমন অপমান দেখে ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ ৷ জানা গিয়েছে, অ্যামাজনের কানাডার সাইটে ভারতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ বিক্রি করা হচ্ছিল ৷ এর দাম ভারতীয় মুদ্রায় ২৪৫০ টাকা। এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার ৷ তার ফলও পাওয়া গেল অত্যন্ত কম সময় .
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2017 8:48 AM IST